করোনায় আক্রান্ত সাকিবের বাবা
১৯ জুলাই ২০২০ ১৭:১৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৯:২৫
দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুম রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাকিবের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। বর্তমানে মাগুরায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন মাশরুম রেজা।
গত বৃহস্পতিবার থেকে শরীরে হালকা জ্বর ও ব্যথা অনুভব করছিলেন তিনি। শুক্রবার তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ পরীক্ষার ফলে পজেটিভ রেজাল্ট এসেছে।
বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসানের মা শিরিন রেজা। তিনি সারাবাংলাকে বলেন, ‘গত পরশু ওনি করোনা পরীক্ষা করতে দিয়েছিলেন। আজকে (রোববার) পজেটিভ রিপোর্ট এসেছে। ওনার শরীরে তেমন কোন অসুবিধা নেই। হালকা কাশি আর জ্বর আছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, সাকিব আল হাসান অনেকদিন ধরেই দেশের বাইরে। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সময় ঘনিয়ে এলে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। তারপর থেকে স্ত্রী ও দুই কন্যার সঙ্গে সেখানেই অবস্থান করছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।