Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত স্টোকসের পর ওল্ড ট্রাফোর্ডে উইকেট বৃষ্টি


১৮ জুলাই ২০২০ ০১:৫৯ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ২১:৩১

গতকাল চাপের মুখে ক্যারিবিয়ান পেসারদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছেন। আজ উইকেট কিছুটা ব্যাটসম্যানদের পক্ষে কথা বললে নিজের স্বাভাবিক খেলাটা খেলে ডাবল সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ডাবল হয়নি। এদিকে, আগের দিন ৮৬ রানে অপরাজিত থাকা ডম সিবলিও সেঞ্চুরি পেয়েছেন। দুজনের লম্বা জুটির পর অল্প ব্যবধানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ড টেস্টে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। পরে ১ উইকেটে ৩২ রান তুলে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বর্তমান দলটির সবচেয়ে কার্যকারী ক্রিকেটার কে? এমন প্রশ্নে বেন স্টোকসের নামই নিবেন বেশিরভাগ মানুষ। গত অ্যাশেজে অবিশ্বাস্য ব্যাটিং করে দেখিয়েছেন। ক্রিকেটের উদ্ভাবক দেশ ইংল্যান্ড প্রথম বিশ্বকাপের স্বাদ পেলো তো স্টোকসের কাঁধে চড়েই। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সিনেমাটিক ক্রিকেট খেলেছেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার। ফর্মে থাকা স্টোকস চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব পেয়েছিলেন। নিয়মিত অধিনায়ক জো রুটের অনুপস্থিতিতে নেতৃত্ব পেয়ে চাপের মুখে করেছেন ৪৬ ও ৪৭৩ রান। দুই ইনিংসে বল হাতে নিয়েছিলেন ছয় উইকেট। দ্বিতীয় টেস্টে খেললেন দেড়শোর্ধ্ব রানের এক দুর্দান্ত ইনিংস।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৭ জুলাই) ৩ উইকেটে ২০৭ রান নিয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। স্টোকস তখন ৫৯ রানে অপরাজিত। আগের দিনের মতো আজও উইকেট বাঁচিয়ে খেলেছেন স্টোকস। রানের চিন্তা বাদ দিয়ে উ্ইকেটে পড়ে থাকতে চেয়েছেন। তরুণ সিবলির কাছ থেকে পূর্ণ সহযাগিতা পেয়েছেন।

দিনের শুরুতে ওল্ড ট্রাফোর্ডের আকাশের ছিল গোমড় ভাব। ম্যাচ শুরুর আগে বৃষ্টিই নামল। বৃষ্টি শেষে যখন খেলা শুরু হলো ওয়েস্ট ইন্ডিজের পেসারদের চোখ হয়তো লোভে চমচম করছিল তখন! বৃষ্টি বিঘ্নিত উইকেট যে সুইং বোলিংয়ের আদর্শ জায়গা। তবে স্টোকস-সিবলির দৃঢতায় সুবিধা করতে পারেননি ক্যারিবিয়ানরা। লাঞ্চের আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন সিবলি। বেন স্টোকস লাঞ্চে যান ৯৯ রান অপরাজিত থেকে।

বিরতি শেষে স্লগ সুইপে সেঞ্চুরি পেরিয়েছেন স্টোকস। তারপর হাত খুলেই খেলতে চেয়েছেন ইংলিশ অলরাউন্ডার। আটকা পড়েছেন ব্যাক্তিগত ১৭৬ রানের মাথায়। কেমার রোচের বলে শট খেলতে গিয়ে উইকেটের পছনে ক্যাচ দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে স্টোকস এই রান করেছেন ৩৫৬ বল খেলে, ১৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে। তার আগে ফিরে গেছেন ধৈর্য্যর প্রতিমূর্তি হয়ে থাকা সিবলি। তরুণ ব্যাটসম্যানের ৫৫৬ বলের ইনিংসটিত ছক্কার মার নেই, চার মাত্র ৫টি!

তবে চতুর্থ উইকেটে গড়া স্টোকস-সিবলির ২৬০ রানের জুটি ভাঙার পরই হুড়মুড় করে ভেঙে পড়েছে ইংল্যান্ড। মাত্র ৩২ রানে শেষ চার উইকটে হারানো ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৪৬৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ ১৭২ রান খরচ করে পেয়েছেন পাঁচ উইকেট।

পরে নিজেদের প্রথম ইংনিংস শুরু করে দলীয় ১৬ রানের মাথায় জোহান কম্পবলের উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৩২/১ রানে দিন শেষ করা ক্যারিবিয়ানরা এখনো ৪৩৭ রানে পিছিয়ে। হাতে আছে নয় উইকেট।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর