Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের শিরোপা উল্লাসের দিনে বার্সার হারের লজ্জা


১৭ জুলাই ২০২০ ১০:৫০

স্প্যানিশ লা লিগার শিরোপা সম্ভাবনায় টিকে থাকতে বার্সেলোনার শুধু নিজেদের ম্যাচগুলো জিতলেই হতো না, হারতে হতো রিয়াল মাদ্রিদকেও। সেই প্রার্থনা করেই নিশ্চয় কাল মাঠ নেমেছিল কিকে সেতিয়েনের দল। পূরণ হয়নি তার একটিও। করোনাকালে পুনরায় ফুটবল শুরু হওয়ার পর থেকেই ধুঁকতে থাকা বার্সেলোনা কাল ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে হারের লজ্জা পেয়েছে। ওদিকে, ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এমন হার মেনে নেওয়া বার্সা সমর্থকদের জন্য নিশ্চয়ই কঠিন। ওসাসুনা যে পয়েন্ট টেবিলের সেই ১১ নম্বরের দল। তাছাড়া ৭৭ মিনিটে ১০ জনের দলে পরিনত হয় ওসাসুনা। শক্তির বিচারে বার্সেলোনার যোজন যোজন পিছিয়ে থাকা দলটি দুই নম্বর গোলটি হজম করেছে তার পরেই।

শুরুটাই ভালো হয়নি বার্সেলোনার। দ্রুত আক্রমণে উঠে শুরুতে বার্সার রক্ষণভাগ কাঁপিয়েছে ওসাসুনা। ম্যাচের ১৬ মিনিটে দূরপাল্লার এক শটে বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে চমকে দিয়েছিলেন হোসে আরনাইজ। সে যাত্রায় রক্ষা হলেও ১৫ মিনিটে ওসাসুনাকে আর আটকাতে পারেনি বার্সেলোনা। বাঁ প্রান্ত থেকে নিখুঁত এক ভলিতে সফরকারী ক্লাবটিকে এগিয়ে নেন আরনাইজ।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ওসাসুনার জালে বল জড়ান লিওনেল মেসি। কিন্তু অপসাইডে গোল বাতিল হয়ে যায়। ৪৮ মিনিটে দ্বিতীয় গোল পেতে পেতে পায়নি ওসাসুনা। বার্সেলোনা সমতায় ফিরে ৬২ মিনিটে। নিখুঁত এক ফ্রি-কিকে গোল আদায় করে নেন লিওনেল মেসি। ৬৭ মিনিটে লুইস সুয়ারেজের করা বার্সার আরও একটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়।

৭৭ মিনিটে ১০ জনের দলে পরিনত হয় বার্সেলোনা। লংলেকে ইচ্ছাকৃত আঘাত করে লাল কার্ড পান ওসাসুনার এনরিক গায়েগো। কিন্তু বার্সেলোনা এই সুযোগ কাজে লাগাবে কী উল্টো বিপদে পড়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে জটলার মধ্য থেকে ওসাসুনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তোরেস। এই গোলেই শেষ পর্যন্ত হার নিশ্চিত হয়েছে বার্সেলোনার।

বার্সেলোনা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর