Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে জিতবে এবার ইপিএল সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার?


১৮ জুলাই ২০২০ ১২:২১ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৬:৩৪

ইংলিশ লিগের শিরোপা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। ৩০ বছর এবং ১১ হাজারেরও বেশি দিন পর শিরোপা উল্লাসে মেতেছে লিভারপুল। ৭ ম্যাচ আগে শিরোপা নিশ্চিত করা লিভারপুল পরের ম্যাচে গত মৌসুমের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির কাছ থেকে পেয়েছিল গার্ড অব অনার। এসব তো গেল শিরোপা আর শিরোপাজয়ী দলের কথা। সে বিষয়টি যেহেতু নির্ধারিত হয়েই গেছে, তাই এবার আলোচনার মূল বিষয়বস্তু পরিণত হয়েছে অন্যদিকে— কে হবেন এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়?

বিজ্ঞাপন

এ আলোচনাতেও ফোকাস রয়েছে অনেকের দিকেই। ৩০ বছরের আক্ষেপ মেটানো লিভারপুলের কেউ কি হবেন এবারের লিগের তরুণ সেরা খেলোয়াড়? লিভারপুলের কেউ জিতলে সেই ‘কেউ’টা কে? নাকি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা কিংবা লেস্টার সিটির হয়ে মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা কোনো এক তরুণ? মৌসুম জুড়ে অসংখ্য গোলের যোগান দাতা ট্রেন্ট আলেক্সান্ডার? ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ কাঁধে করে এগিয়ে নিয়ে যাওয়া মার্কাস রাশফোর্ড? নাকি রেড ডেভিলদের হয়ে নতুন নতুন রেকর্ড গড়া মেসন গ্রিনউড? নাকি এই মৌসুমে চেলসির হয়ে অসামান্য পারফর্ম করা টামি আব্রাহাম? নাকি লেস্টারের হয়ে দুর্দান্ত পারফর্ম করা জেমস ম্যাডিসন? এছাড়াও এই তালিকায় আরও নাম থাকতে পারে চেলসির মেসন মাউন্ট, অ্যাস্টন ভিলার জ্যাক গ্রিলিশ!

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতার মতো সেরা তরুণ খেলোয়াড় হওয়াড় অ্যাওয়ার্ডটাও সমান সম্মানের। প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের তালিকায় তারাই ঠাই পান যাদের বয়স ২৩ এর কম। আর মৌসুম জুড়ে ব্যক্তিগত এবং দলগতভাবে দুর্দান্ত পারফর্ম করছে। প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রেড ডেভিল কিংবদন্তি রায়ান গিগস, ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েন রুনি কিংবা অলরেডদের হয়ে জেমস মিলনারও জিতেছেন এই সম্মাননা। এবার এই তালিকায় আছে রেডি ডেভিল, অলরেড, ব্লুজদের বেশ কিছু দুর্দান্ত পারফর্ম করা তরুণেরা।

ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড

চলতি মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটাচ্ছেন ২১ বছর বয়সী ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। গেল মৌসুমের তুলনায় এ মৌসুমে আরও পরিপক্ক তিনি, আরও আক্রমণাত্মক এবং আরও রক্ষণাত্মক। লিগে এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) ৩৬টি ম্যাচের মধ্যে ৩৪টি ম্যাচেই খেলেছেন শুরুর একাদশে, আর দুটি ম্যাচে মাঠে নেমেছেন বলদি খেলোয়াড় হিসেবে।

আর্নল্ড এবারের মৌসুমে সাদিও মানে এবং মোহাম্মদ সালাহর পর লিভারপুলের সর্বোচ্চ গোলের সঙ্গে যুক্ত ছিলেন। আর্নল্ড এই মৌসুমে মোট ১৫টি গোলে সম্পৃক্ত। এর মধ্যে ৩টি গোল নিজে করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন মোট ১২টি। গত মৌসুমে ১২টি অ্যাসিস্ট ছিল তার, এই মৌসুমে অবশ্য এই সংখ্যা বাকি তিন ম্যাচে বাড়ানোর সম্ভবনাও থাকছে।

অবশ্য কেবল আক্রমণভাগেই দুর্দান্ত ছিলেন না আর্নল্ড, সেই সঙ্গে রক্ষণভাগেও ছিলেন অসামান্য। দলের ১৭টি ক্লিনশিট পাওয়া ম্যাচের প্রত্যেকটিতেই মাঠে থেকে সাহায্য করেছেন দলকে। তাই তো ২১ বছর বয়সী এই তরুণ ফুলব্যাকের সামনে থাকছে প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জয়ের সম্ভবনা।

মার্কাস রাশফোর্ড

মৌসুম জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ভার অনেকটা একাই বইছিলেন মার্কাস রাশফোর্ড। মাত্র ২২ বছর বয়সেই রেড ডেভিলদের এগিয়ে নিয়ে যাওয়ার ভার পুরোটাই তার কাঁধে। আর এমন অবস্থাতেও নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দলকে রেখেছেন সে পথেই। মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ ইনজুরির কারণে মাঠের বাইরে না থাকলে হয়তো দলকে আরও বেশি সাহায্য করতে পারতেন এই তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

চলতি মৌসুমে এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) রাশফোর্ড খেলেছেন মোট ২৯টি ম্যাচ যার প্রত্যেকটিতেই খেলেছেন শুরুর একাদশে। নামের পাশে এবারের মৌসুমে ১৭ গোল এবং আরও যোগ করেছেন ৭টি অ্যাসিস্টও। খেলেছেন মোট ২ হাজার ৪৭০ মিনিট। যেখানে প্রতি ১৪৫ মিনিটে একটি করে গোল করেছেন রাশফোর্ড। আর প্রতি ১০৩ মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন রাশফোর্ড।

গেল মৌসুমেও দুর্দান্ত ছিলেন রাশফোর্ড। সেবার ৩৩টি ম্যাচ খেলে ১০ গোল আর ৬ অ্যাসিস্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার গোলের দিক দিয়ে সেই পরিসংখ্যান আগেই ছাড়িয়ে গেলেও সমান সংখ্যক অ্যাসিস্ট এখনো তার নামের পাশে। তবে লিগে বাকি থাকা তিন ম্যাচে থাকছে এই পরিসংখ্যান আরও বাড়িয়ে নেওয়ার। গেল মৌসুমেও এই অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে ছিলেন রাশফোর্ড, তবে রহিম স্টার্লিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স এবং ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের কারণে পাল্লাটা ভারি হয়ে যায় স্টার্লিংয়ের দিকেই। তবে এবার আরও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে নিয়েছেন রাশফোর্ড। তাই তো প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

টামি আব্রাহাম

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দুর্দান্ত পারফর্ম করছে চেলসি, আর এমন পারফরম্যান্সের জন্য চলসি সমর্থকরা বাহ্বা দিচ্ছেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড টামি আব্রাহামকে। মৌসুমে এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) মোট ৩২টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড, যার মধ্যে ২৫টি ম্যাচই শুরু করেছেন প্রথম একাদশে। নামের পাশে আব্রাহামের এবারের মৌসুমে ১৪ গোল আর ৩টি অ্যাসিস্ট।

এ মৌসুমে ২ হাজার ১৭০ মিনিট খেলা আব্রাহাম প্রতি ১৫৫ মিনিটে করেছেন একটি করে গোল। ২২ বছর বয়সী এই স্ট্রাইকারে ভর করেই ব্লুজরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বুনছে। আর এখন পর্যন্ত সে পথেই আছে চেলসি। ২০১৯/২০ মৌসুমে চেলসির হয়ে সর্বোচ্চ গোলের সঙ্গে যুক্ত আছেন টামি আব্রাহাম। আর তাই তো এবারের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি।

 

মেসন মাউন্ট

চলতি মৌসুমে চেলসির দুর্দান্ত পারফরম্যান্সে বড় অবদান রেখেছেন তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট। ফিফার আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে মৌসুমের প্রথমভাগে কাউকেই দলে ভেড়াতে পারেনি চেলসি। আর তাই তো নিজেদের একাডেমির খেলোয়াড়রা সুযোগ পেয়েছে অনেক। আর চেলসির যুব একাডেমি থেকে উঠে আসা মিডফিল্ডার মেসন মাউন্টও নিজের জাত চিনিয়েছেন।

এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) মাউন্ট চেলসির হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন মাউন্ট যার মধ্যে ৩০টি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই মিডফিল্ডার। দুর্দান্ত পারফর্ম করে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিশ্বাস জিতে দলে হয়েছেন নিয়মিত। মাত্র ২১ বছর বয়সে চেলসির প্রথম একাদশের নিয়মিত হয়ে উঠেছেন মেসন মাউন্ট।

 

এবারের মৌসুমে এখন পর্যন্ত ৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট আছে মাউন্টের নামের পাশে। অবশ্য কেবল গোল কিংবা অ্যাসিস্টের কারণেই সমর্থকদের এমন প্রিয় হয়ে ওঠেননি মাউন্ট। সেই সঙ্গে একজন পুর্নাঙ্গ মিডফিল্ডারের দায়িত্বই পালন করেছেন এই ইংলিশ ফুটবলার। এই পর্যন্ত ৫২টি গোলের সুযোগ তৈরি করেছেন মাউন্ট। আর মৌসুমে জুড়ে ৮৬ শতাংশ সঠিক পাস প্রদান করেন এই মিডফিল্ডার।

তাই তো এমন দুর্দান্ত ফর্মের কারণে প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন মেসন মাউন্ট। আর সুযোগ থাকবে এই মৌসুমে এডেন হ্যাজার্ডের পর প্রথম ব্লুজ হিসেবে এই অ্যাওয়ার্ড নিজের করে নেওয়ার।

জেমস ম্যাডিসন

২০১৫/১৬ মৌসুমে লেস্টার রূপকথার অংশ ছিলেন রিয়াদ মাহারেজ এবং এনগোলো কান্তেরা। তবে পরের মৌসুমে মাহারেজ ম্যানচেস্টার সিটি আর কান্তে চেলসিতে পাড়ি জমালে বেশ দুঃশ্চিন্তায় পড়ে লেস্টার। অবশেষে মাহারেজের শূন্যস্থান পূর্ণ করতে পেরেছে লেস্টার। ইংলিশ তরুণ মিডফিল্ডার জেমস ম্যাডিসন এবার লেস্টারের নতুন রিয়াদ মাহারেজ হয়ে দেখা দিয়েছেন।

এখন পর্যন্ত ২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াই বেশ ভালোভাবেই আছে লেস্টার সিটি। আর দলকে এমন পর্যায়ে রাখতে দুর্দান্ত অবদান রেখেছেন ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন। এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) চলতি মৌসুমে মোট ৩১টি ম্যাচ খেলেছেন ম্যাডিসন যার মধ্যে ২৯টি ম্যাচই শুরুর একাদশে থেকে মাঠে নেমেছেন।

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ম্যাডিসনের নামের পাশে ৬ গোল আর ৩টি অ্যাসিস্ট রয়েছে। তবে মিডফিল্ডার হিসেবে এবারের মৌসুমে ৮২টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। আর ৮৩ শতাংশ সঠিক পাস দিয়েছেন সতীর্থদের। মাত্র ২১ বছর বয়সী তরুণ এই ইংলিশ মিডফিল্ডার লেস্টারের মধ্যমাঠ সামলেছেন একাই। আর তাই তো সেরা তরুণ খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে এখনও লড়ছেন এই মধ্যমাঠের সেনানি।

মেসন গ্রিনউড

মাত্র ১৮ বছর বয়সেই প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে অন্যতম সেরা খেলোয়াড় বনে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের টিনেজার মেসন গ্রিনউড। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গ্রিনউড। এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন তিনি। রেড ডেভিলদের হয়ে কেবল তিনজন টিনেজার গ্রিনউডের থেকে বেশি গোল করতে পেরেছিলেন। একজন কিংবদন্তি জর্জ বেস্ট (১৯৬৫/৬৬ মৌসুমে), ব্রায়ান কিড (১৯৬৭/৬৮ মৌসুমে) এবং অন্যজন ওয়েন রুনি (২০০৪/০৫ মৌসুমে)। তারা তিনজনই ১৭টি করে গোল করেছিলেন।

 

আর প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত (শনিবার-১৮ জুলাই) ২৯টি ম্যাচ খেলা গ্রিনউড মাত্র ১০টি ম্যাচে খেলেছেন শুরুর একাদশে। আর মোট ১ হাজার ১৫৫ মিনিট খেলেছেন চলতি মৌসুমে। যেখানে নামের পাশে ইতোমধ্যেই যোগ করে ফেলছেন ৯ আর সেই সঙ্গে একটি অ্যাসিস্টও। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে প্রতি ১২৮ মিনিটে একটি করে গোল করেছেন গ্রিনউড। আর তাই তো সেরা তরুণ খেলোয়াড় হওয়ার দৌড়ে টিকে রয়েছেন এই ১৮ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

ইপিএল ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ জ্যাক গ্রিলিশ টামি আব্রাহাম ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড মার্কাস রাশফোর্ড মেসন গ্রিনউড মেসন মাউন্ট সেরা তরুণ খেলোয়াড় স্পোর্টস স্পেশাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর