ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম, গাঁটছড়া বেঁধেছেন শান্তও
১৪ জুলাই ২০২০ ১৯:৫৯
দেশের ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। গত সপ্তাহে খবর এলো আবু জায়েদ রাহি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর গত পরশু জানা গেল মোসাদ্দেক সৈকত দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার খবর হলেন জাতীয় ক্রিকেট দলের আরেক তরুণ, নাজমুল হোসেন শান্ত।
১১ জুলাই নিজ শহর রাজশাহীতে পারিবারিক আবহে বিয়ের কাজ সেরেছেন লাল-সবুজের ক্রিকেটের টপ অর্ডার এই ব্যাটসম্যান।
মঙ্গলবার (১৪ জুলাই) শান্ত নিজেই সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।
শান্ত’র জীবনসঙ্গী সাবরিনা সুলতানা রত্না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। দুজনের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল।
শান্তর মুখেই শুনুন, ‘১১ জুলাই আমরা বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম নাম সাবরিনা সুলতানা রত্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়ি রাজশাহীতে। আগে থেকে জানাশোনা ছিল তার পরেও ২ পরিবারের মধ্যে আলোচনা হয়েছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে।’