Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও কিছুই জেতেনি রিয়াল: রামোস


১৪ জুলাই ২০২০ ১২:৫৩

গাণিতিকভাবে এখনও লিগ জয় হয়নি রিয়ালের। তবে বড় কোনো অঘটন না ঘটলে ২০১৯/২০ মৌসুমের লিগ জিতে শিরোপা কেবিনেটে ৩৪তম লা লিগা শোভা পাবে রিয়ালের। হাতে বাকি আছে আর মাত্র দুইটি ম্যাচ যেখান থেকে মাত্র দুই পয়েন্ট নিতে পারলেই আবারও লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারপরেও নিজেদের এখনই চ্যাম্পিয়ন দাবি করতে আপত্তি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের।

অবশ্য কেবল রামোস একাই নন যার রিয়াল মাদ্রিদকে এখনই চ্যাম্পিয়ন বলতে আপত্তি আছে। লস ব্ল্যাঙ্কোসদের কোচ জিনেদিন জিদানও আছেন সেই তালিকায়। আগামি শুক্রবার (১৭ জুলাই) রাত দুইটায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে জয় পেলেই নিশ্চিত শিরোপা। তবে তারপরেও প্রতিপক্ষকে সম্মান দেখিয়ে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। কেননা শেষের আগে যেকোনো কিছুই ঘটতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) গ্রানাডাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা থেকে মাত্র দুই পয়েন্ট দূরে অবস্থান রামোসদের। আর ম্যাচ শেষে তাই তো স্বাভাবিক প্রশ্ন লিগ জেতার অনুভূতি কেমন? তবে রামোস জানালেন, এখনও রিয়াল মাদ্রিদ কিছুই জেতেনি। তিনি বলেন, ‘আমরা এখনও কিছুই জিতিনি, যদিও আপনারা দেখছেন যে এই দলটার শিরোপা জয়ের ক্ষুধা অনেক। শিরোপা জেতা এখন আমাদের হাতেই আছে, আমাদের কেবল ম্যাচ জিতে পয়েন্ট আনতে হবে। আর আমরা সেটাই করতে চাই এখন।’

রামোস আরও যোগ করেন, ‘আমরা শিরোপা জেতার জন্য নিজেদের সর্বোচ্চটুকুই দিচ্ছি। আমাদের লক্ষ্য ছিল সবগুলো ম্যাচ জেতার। আর আমরা এখন পর্যন্ত সেটা করতেও পেরেছি আশা করছি বাকি ম্যাচগুলোও জিতে শিরোপা নিশ্চিত করতে পারব আমরা।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের বিরতি যে রিয়ালকে সাহায্য করেছে তা অকপটে স্বীকার করে নিলেন রামোসও। তিনি বলেন, ‘এই বিরতিটা আমাদের অনেক সাহায্য করেছে। আশা করছি আগামী ম্যাচ জিতেই আমরা শিরোপা উদযাপন করতে পারব।’

এদিকে নিয়মিতভাবে দলের সংবাদ সম্মেলনে এসে জিনেদিন জিদানও একই কথা বলে যাচ্ছেন। গ্রানাডার বিপক্ষে ম্যাচের আগে জিদান বলেন, ‘আমরা এখনও কিছুই জিতিনি। আমাদের লক্ষ্য বাকি থাকা সবগুলো ম্যাচ জেতা। আর এটা কেবল আমার একার লক্ষ্য নয়, আমাদের দলের সকলেরই একই লক্ষ্য। সবগুলো ম্যাচ জিতেই আমরা শিরোপা উল্লাস করতে চাই।’

ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আগামী ম্যাচ জিতলে গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত হবে রিয়ালের। তবে এর আগে নিজেদের ম্যাচে বার্সেলোনা পয়েন্ট হারালে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসদের ৩৪তম লিগ শিরোপা।

রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা শিরোপার কাছে সার্জিও রামোস

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর