Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পার্স তারকা অরিয়েরের ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন


১৩ জুলাই ২০২০ ১৪:১৫ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৪:১৬

টটেনহাম হটস্পার্সের আইভোরি কোস্ট তারকা ডিফেন্ডার সার্জ অরিয়েরের ভাই ক্রিস্টোফার সোমবার (১২ জুলাই) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফ্রান্সের সংবাদ মাধ্যম লে পয়েন্ট এবং ইউরোপ-১ তা নিশ্চিত করেছে। অরিয়েরের ভাই ক্রিস্টোফার ফ্রান্সের টলুজের পঞ্চম বিভাগের একটি দলের হয়ে ফুটবল খেলতেন।

ফ্রান্সের সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ক্রিস্টোফারের পেটে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। টলুজের পাশে একটি নৈশ্যক্লাবের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা থাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

টলুজ রোডেও নামক একটি ৫ম বিভাগের ক্লাবে খেলতেন ক্রিস্টোফার। তিনি আরসি লেন্সের হয়েও অনুশীলন করতেন। এখানে তার বড় ভাই সার্জ অরিয়েরও অনুশীলন করতেন। তবে ভাইয়ের পদচিহ্ন অনুসরণ করতে পারেননি ক্রিস্টোফার, তাই তো তার ভাই যখন স্পার্সের হয়ে লড়ছেন সেখানে তিনি খেলছিলেন ৫ম বিভাগের একটি দলে।

এর আগে ২০১৭ সালে ক্রিস্টিফারকে লিলে থেকে একজন যৌনকর্মীর কাছ থেকে চুরি করার দায়ে পুলিশ গ্রেফতার করেছিল।

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহাম হটস্পার্স সার্জ অরিয়ের

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর