‘কোচদের সর্বোচ্চ যোগ্যতা’ অর্জন করেছেন জেমি
১১ জুলাই ২০২০ ২৩:২১ | আপডেট: ১১ জুলাই ২০২০ ২৩:২৩
ঢাকা: গেল বছরে ফিফার দেয়া নতুন নিয়মে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াতে প্রধান কোচের উয়েফা প্রো লাইসেন্স থাকতে হবে। দেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র সেই প্রো লাইসেন্স পর্ব পেরিয়ে গেছেন। কোচিং কোর্সের সর্বোচ্চ ধাপ সম্পন্ন করেছেন ইংলিশ কোচ। এতে করে লাল-সবুজের হয়ে ডাগআউটে দাঁড়াতে আর কোনও বাধা থাকছে না।
প্রো লাইসেন্স সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করে জেমি ডে জানান, ‘আমি শুক্রবার প্রো লাইসেন্স কোর্সে পাশ করেছি। দুই বছর ধরে এই কোর্সের জন্য অনেক কোচের অধীনে পরীক্ষা দিতে হয়েছে।’
করোনার মধ্যেও থেমে থাকেনি কোর্সের কার্যক্রম। পরীক্ষায় অংশ নিয়েছেন। আলোচনায় অংশ নিয়েছেন জুম অ্যাপের মাধ্যমেও। জেমি বলেন, ‘করোনার সময়েও জুমে কোর্সের কার্যক্রম চলেছে। কোর্স শেষ করতে ভালো লাগছে।’
উয়েফা প্রো লাইসেন্স হলো কোচিং কোর্সের সর্বোচ্চ সনদ। দীর্ঘ দুই বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কোর্স পাস করার মাধ্যমে গর্বিতবোধ করছেন জেমি, ‘ফুটবল কোচদের সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে পেরে আমি গর্বিত।’
২০১৮ সাল থেকে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন জেমি ডে। ক’দিন আগে বাংলাদেশের সঙ্গে আরো দু’বছর চুক্তি নবায়ন হয়েছে জেমির। সামনে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন আছে। ঘরের মাঠে তিন ম্যাচ আর অ্যাওয়ে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।