Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্ডারসনের রিভার্স সুইংয়ের ‘রিভার্সে’ মুগ্ধ শচীন


১১ জুলাই ২০২০ ১৮:৩৮

ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মতে ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা পেসার জেমস অ্যান্ডারসন বিশ্বের একমাত্র বোলার যিনি রিভার্স সুইংয়েও ‘রিভার্স’ করাতে পারেন। ইংলিশ পেসারের এই অস্ত্রো বারবারই ব্যাটসম্যানদের বিপদে ফেলে বলছেন শচীন।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে নিজের ‘১০০এমবি’ অ্যাপে চলতি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে আলাপকালে এমন মন্তব্য করেছেন ভারতীয় কিংবদন্তি।

বিজ্ঞাপন

শচীন বলেন, ‘জেমস অ্যান্ডারসন সম্ভাবত প্রথম বোলার যে কিনা রিভার্স সুইংয়েও রিভার্স করিয়ে ফেলতে পারে।’ অ্যান্ডারসনকে দীর্ঘসময় খেলে বিষয়টি ধরতে পেরেছেন বললেন শচীন।

তিনি বলেন, ‘নিজের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে বুঝেছি, সে আউটসুইঙ্গার করানোর জন্য বল ধরে। কিন্তু বল ছাড়ার সময় সে চেষ্টা করে বলটাকে ভেতরে নিয়ে আসার। বেশিরভাগ ব্যাটসম্যান তার বল ছাড়ার রিস্ট পজিশনটা দেখে বিভ্রান্ত হয়। সে দেখায় সে ইনসুইং করতে যাচ্ছে। কিন্তু বলের দুই পাশের ভারসাম্যহীনতার কারণে পড়ার পর তা ব্যাটসম্যানের থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। সে যা করে তা হলো আপনাকে খেলতে বাধ্য করে। বল ইনসুইংয়ের মতো এসে হুট করে বেরিয়ে যায়।’

আরও কয়েকজন পেসার এই অস্ত্রো রপ্ত করতে চাচ্ছে বলে মনে করছেন শচীন। ইংল্যান্ডেরই আরেক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের নাম উল্লেখ করেছেন ভারতীয় কিংবদন্তি, ‘এখন আরও কয়েকজন এমনটা করার চেষ্টা করে। আমি দেখেছি স্টুয়ার্ট ব্রডও তা করতে চাইছে। কিন্তু অ্যান্ডারসন এটা অনেক অনেক আগে শুরু করেছে।’

অ্যান্ডারসনের বিপক্ষে খুব একটা ভালো অভিজ্ঞতা নেই শচীনের। টেস্ট ক্যারিয়ারে ইংলিশ পেসারের মুখোমুখি হয়েছিলেন মোট ১৪ বার। তার মধ্যে ৯ বারই শচীনকে অউট করেছেন অ্যান্ডারসন। নির্দিষ্ট কোনো বোলারের হিসেবে টেস্টে অ্যান্ডারসনের বিপক্ষেই সবচেয়ে বেশিবার আউট হয়েছেন ভারতীয় কিংবদন্তি।

বিজ্ঞাপন

বারবার ধুঁকে হয়তো অ্যান্ডারসনের রহস্য উদঘাটনে নেমেছিলেন শচীন। ইংলিশ পেসারের এই অস্ত্রোর খবর হয়তো সেভাবেই জেনেছিলেন শচীন। ৩৭ পেরুনো অ্যান্ডারসন টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। এখন পর্যন্ত ১৫২ ম্যাচ খেলে ৫৮৭ উইকেট নিয়েছেন তিনি।

জেমস অ্যান্ডারসন শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর