Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত বাফুফের দুই সদস্য


১১ জুলাই ২০২০ ০০:৩৩

ঢাকা: করোনার থাবা থেকে রক্ষা হয়নি কোন সেক্টরই। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ফুটবল সংগঠক ও অভিভাবকদের হারিয়েছে ক্রীড়াঙ্গন। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে। এই দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছেন ক্রীড়াঙ্গনের আরো দুই সংগঠক। গত দুই দিনে আক্রান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেডারেশনের দুই সদস্য।

তাদের একজন হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শওকত আলী খান জাহাঙ্গীর। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক সদস্য ফজলুর রহমান বাবুল।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুন) সকালে কভিড-১৯ পজিটিভ হয়েছেন শওকত আলী খান জাহাঙ্গীর। এক সূত্র বলছে, শনিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। এখন বাসায় অবস্থান করছেন এই ফুটবল সংগঠক।

গেল বুধবার (৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে কভিড-১৯ পজিটিভ হয়েছেন বাফুফের আরেক সদস্য ফজলুর রহমান বাবুল। বাফুফের গ্রাউন্ডসম্যান কমিটির চেয়ারম্যান এখন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীর এখন উন্নতির দিকে বলে জানা গেছে।

এই দুই সদস্যের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সব স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফে’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

আক্রান্ত কভিড-১৯ করোনা বাফুফে সদস্য

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর