Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের ফাউন্ডেশনের লোগো চূড়ান্ত


১০ জুলাই ২০২০ ১৫:৫৩

মুশফিকুর রহিম অনেকবার বলেছিলেন, একটি ফাউন্ডেশন গড়ে তোলা তার অনেকদিনের স্বপ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নের ফাউন্ডেশনের লোগো নির্ধারনের কাজে নেমেছিলেন গত মে মাসে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক ঘোষণা দিয়েছিলেন, ভক্তদের বানিয়ে দেওয়া লোগো থেকে ফাউন্ডেশনের জন্য একটি বেছে নেবেন। ঘোষণা অনুযায়ী লোগো নির্বাচন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য।

মুশফিক লোগো নির্বাচন করেছেন মূলত পাঁচটি। মে মাসেই জানিয়েছিলেন, সবার লোগো থেকে পছন্দের পাঁচটি বেছে নিয়ে সেই পাঁচ ডিজাইনারদের সঙ্গে কোন একটি পাঁচ তারকা হোটেলে ডিনার করবেন। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিজ্ঞ ক্রিকেটার জানিয়েছেন, শিগগিরই সেরা পাঁচ লোগোর ডিজাইনারদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং ডিনারে মিলিত হওয়ার চেষ্টা করবেন তিনি।

বিজ্ঞাপন

সেরা পাঁচ লোগোর মধ্যে যেটি ফাউন্ডেশনের জন্য চূড়ান্ত করা হয়েছে সেই লোগোর ডিজাইনারের নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আসিফ ছাড়াও মুশফিকের সঙ্গে ডিনারের সুযোগ পাচ্ছেন অন্য যে চারজন তারা হলেন- আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্না সাজ্জাদ সুইট।

বিজয়ী আসিফ ডিনারের পাশাপাশি মুশফিকের অটোগ্রাফসহ একটি জার্সিও পাবেন। লাল অক্ষরে ‘এম আর ১৫’ লেখার ওপর সবুজে মুশফিকের উদযাপনের অবয়ব- ইয়াসির সিদ্দিক আসিফের লোগোর ডিজাইনটি ছিল এমন।

মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।’

বিজ্ঞাপন

‘যাঁর লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তাঁর নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশা আল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে ,কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।’

ফাউন্ডেশন বাংলাদেশ ক্রিকেট মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর