বিয়ের পিঁড়িতে রাহী
৯ জুলাই ২০২০ ২১:৫৯ | আপডেট: ৯ জুলাই ২০২০ ২২:১৮
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী। করোনাভাইরাসের সংকটময় এই সময়ে হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে বিয়ের কাজটা সম্পন্ন করেছেন তিনি।
রাহীর বিয়ের খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে দক্ষ এই সংগঠক জানান, গতকাল বুধবার (৮ জুলাই) সিলেটে রাহির বিয়ের কাজ সম্পন্ন হয়। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানে পাঁচ-ছয়জন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘গতকাল (বুধবার) ওর বিয়ে হয়েছে। বিয়েতে আমি ও বিভাগীয় কোচ ইমন উপস্থিত ছিলাম। সঙ্গে রাহীর পরিবারের তিন-চারজন উপস্থিত ছিলেন।’
এদিকে রাহির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তার স্ত্রীর নাম জোহা। তিনি মেডিকেলের ছাত্রী।
আবু জায়েদ রাহীর আন্তর্জাতিক অভিষেক ২০১৮ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুইং বোলার হিসেবে পরিচিত রাহী এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছেন নয়টি, ওয়ানডে দুটি। নয় টেস্টে ৩২ দশমিক ৪৫ গড়ে উইকেট নিয়েছেন ২৪টি। ম্যাচে সেরা বোলিং ৪/৭১। ওয়ানডেতে ২২ দশমিক ৮০ গড়ে উইকেট নিয়েছেন ৫টি।