Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশের কান্না শেষে ক্যারিবিয়ান পেসে কাঁদছে ইংল্যান্ড


৯ জুলাই ২০২০ ১৮:৫৭

কদিন আগে ব্রায়ান লারা বলেছিলেন, জিততে হলে ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সাউদম্পটনের রোজ বোলে কিংবদন্তি লারার কথামতোই এগুচ্ছেন ক্যারিবিয়ানরা। সাউদাম্পটন টেস্টে দলীয় একশ হওয়ার আগেই ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ইংল্যান্ডের স্কোর ১০৬/৫।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদাম্পটন টেস্টে নজর পুরো বিশ্বের। করোনাভাইরাস কালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি। তাছাড়া ক্রিকেটের আদি বেশ কয়েকটি নিয়মের পরিবর্তনের সূচনাও হচ্ছে এই ম্যাচে। কিন্তু আগ্রহে কাল জল ঢেলে দিয়েছিল সাউদাম্পটনের আকাশ। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১৭.৪ ওভার।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর বলছিল আজ টেস্টের দ্বিতীয় দিনেও ভোগাতে পারে বৃষ্টি। দিনের শুরুতে অবশ্য বৃষ্টি সম্ভাবনা সত্যি হয়নি। নির্ধারিত সময়েই দিনের খেলা শুরু হয়েছে। তবে আকাশের কান্না থামলেও ক্যারিবিয়ান পেসে তোপে ঠিকই কাঁদতে হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে।

প্রথমে ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ মিলেনি ক্যারিবিয়ান পেসার শ্যানেন গ্যাব্রিয়েল। প্রস্তুতি ম্যাচে নজর কেড়ে দলে ঢুকেছেন। সুযোগ না পাওয়া গ্যাব্রিয়েলেই কাঁপছে ইংল্যান্ড। টেস্টের প্রথম দিনে পতন হওয়া একমাত্র উইকেটটি তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে তুলে নিয়েছেন আরও দুজন ইংলিশ ব্যাটসম্যানকে। দুই উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।

৩৫/১ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ড রয়েসয়েই এগুচ্ছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে সময় কাটানোর চেষ্টা করে যেতে দেখা গেল। তাতেও রক্ষা হয়নি। দলীয় ৪৮ রানের মাথায় জো ডেনলিকে সরাসরি বোল্ড করেন গ্যাব্রিয়েল। ৫৮ বল খেলে ৪টি চারে ১৮ রান করে ফেরেন তরুণ ওপেনার। কিছুক্ষণ পর জো বার্নসকেও (৮৫ বলে ৩০ রান) ফেরান গ্যাব্রিয়েল।

বিজ্ঞাপন

এরপর পাঁচে নেমে জাক ক্রাওলিকে নিয়ে প্রতিরোধ গড়তে চেয়েছেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। তবে নিজে দাঁড়াতে পারলেও ঠিকভাবে সঙ্গ পাননি। ক্রাওলি ১০ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হোল্ডারের বলে। অল্প সময় পর অলি পেপও (১২) ফেরান হোল্ডার। লাঞ্চ বিরতির সময় ২১ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। তার সঙ্গে ৯ রানে অপরাজিত জস বাটলার।

ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর