Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসচ্ছল ক্রীড়াবিদদের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী সংস্থার ভাতা প্রদান


৯ জুলাই ২০২০ ১৪:৫৩

করোনার কারণে অসচ্ছল হয়ে পড়া ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০১৯-২০২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা। ২০১৯-২০২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এম পি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে ৫০ জন অসচ্ছল ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লক্ষ টাকা প্রদান করেছি। তাছাড়াও এই অর্থ বছরে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

খুব শিগগিরই ক্রীড়াবিদদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দিয়েছি।’

এছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ‘করোনায় ক্ষতিগ্রস্তদের অনুদান’- এই খাতে সরকার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। বরাদ্দ পাওয়ার পরই জাতীয় ক্রীড়া পরিষদ এই অর্থ প্রকৃত অসহায়দের মধ্যে কীভাবে বিতরণ করা হবে সে কার্যক্রমও শুরু করেছে।

আর্থিক সাহায্য ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াবিদদের সাহায্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর