Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সায় এসে কি ভুলই করলেন গ্রিজমান?


৯ জুলাই ২০২০ ১৩:৩১ | আপডেট: ৯ জুলাই ২০২০ ১৯:১০

বছর খানেক হলো বার্সেলোনায় এসেছেন অ্যান্থনিও গ্রিজমান। কিন্তু এখনো পায়ের নিচে যেন মাটি খুঁজে পাচ্ছেন না! সম্প্রতি একাদশে ঠিকমতো সুযোগই মিলছে না ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার। বার্সার সর্বশেষ ছয় ম্যাচের চারটিতেই বদলি হিসেবে মাঠে নামতে হয়েছে। সর্বশেষ এস্পানিওলের বিপক্ষে প্রথম থেকে খেললেও দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন বার্সা কোচ কিকে সেতিয়েন। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ২ মিনিট। কাতালান ক্লাবটি গ্রিজমানের প্রতি যে আগ্রহ হারিয়ে ফেলছে তা অনেকটাই এখন স্পষ্ট।

বিজ্ঞাপন

ফরাসি তারকার পরিসংখ্যানও যাচ্ছে তা। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৫ গোল, তার মধ্যে লিগে ৩৩ ম্যাচে ৯ গোল। গ্রিজমানের মতো একজনের নামের পাশে যা বড্ডই বেমানান। তাহলে কী বার্সেলোনায় এসে ভুলই করলেন তিনি? অ্যাটলেটিকো মাদ্রিদে ছিলেন ‘রাজার হালে’।

কয়েক মৌসুম ধরেই মাদ্রিদের ক্লাবটির মূল খেলোয়াড় ছিলেন গ্রিজমান। তাকে ঘিরেই মাঠের খেলা পরিচালিত হতো। সাফল্যও পাচ্ছিলেন দু’হাত ভরে। রাশিয়ায় দেশের হয়ে বিশ্বকাপ জিতে গ্রিজমান যখন ‘বড় তারকা’ বনে গেলেন তখন মোটা অঙ্কের চুক্তির প্রস্তাবও দিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু সব উপেক্ষা করে ‘বড় ক্লাব’ বার্সেলোনার ডাকে সাড়া দেন গ্রিজমান। তাতে এখন পর্যন্ত খুব একটা লাভ হয়নি।

এদিকে, ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন জানাচ্ছে চলতি সপ্তাহেই গ্রিজমানের ভাগ্য নির্ধারণে আলোচনায় বসতে যাচ্ছে বার্সেলোনা। ফরাসি তরুণকে নাকি বিক্রি করার চিন্তাও আছে কাতালান ক্লাবটির। সেক্ষেত্রে গ্রিজমানের ঠিকানা হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। অথবা ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের সঙ্গে গ্রিজমানকে অদল বদলও করতে পারে বার্সেলোনা।

ইএসপিএনের খবরে বলা হচ্ছে, বার্সেলোনা কর্তাদের বৈঠকে গ্রিজমান উপস্থিত থাকছেন না। তবে তার মূখপা্ত্র বোন মাউদ গ্রিজমান উপস্থিত থাকবেন। সম্প্রতি গ্রিজমান ঠিকভাবে খেলার সুযোগ না পাওয়াতে প্রকাশ্যেই অসন্তুষ্টি জানিয়েছে গ্রিজমানের পরিবার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাত্র ২ মিনিট খেলতে পারার পর গ্রিজমানের বাবা টুইটারে লিখেছিলেন, এবার আলোচনা করার সময় হয়েছে। ক্ষোভ ঝেড়েছিলেন তার ভাইও। তিনি টুইটারে লিখেন, সত্যিই কাঁদতে ইচ্ছা করছে। মাত্র ২ মিনিট….!

বিজ্ঞাপন

উল্লেখ্য, বহু জলঘোলা আর অ্যাটলেটিকো মাদ্রিদের আপত্তি উপেক্ষা করে ১২০ মিলিয়ন ইউরোর চুক্তিতে বার্সেলোনায় নাম লেখান গ্রিজমান।

অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যান্থনিও গ্রিজমান বার্সেলোনা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর