Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র সঙ্গে আরো তিন বছর বিশ্বকাপ এনে দেওয়া কোচ


৮ জুলাই ২০২০ ১৭:১২ | আপডেট: ৮ জুলাই ২০২০ ১৭:৩৯

বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত এই লঙ্কান জুনিয়র টাইগারদের ডেরায় থাকবেন।

বুধবার (৮ জুলাই) সারাবাংলা খবরটি নিশ্চিত করেছেন বিসিবি’র গেম ডেভলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার এ ই এ এম কায়সার।

তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা নাভিদ নেওয়াজের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছি।’

শুধু নাভিদই নয়, অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার ও স্ট্রেংথেনিং কোচ রিচার্ড স্টনিয়ারের সঙ্গেও দুই বছরের চুক্তি বাড়িয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন।

জানা গেছে, করোনাকালে নাভিদ এবং স্টনিয়ার দুজনই বিশ্ব চ্যাম্পিয়নদের খোঁজ-খবর রাখছেন। অনলাইনে আকবর-রাকিবুল-মুরাদ-অভিষেকদের নিয়ে করা সভায় ফিটনেস নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী কোচিং স্টাফ টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি'র চুক্তি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর