Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমানকে ৪ লাখ টাকা অনুদান দিচ্ছে বিশ্ব আর্চারি


৭ জুলাই ২০২০ ১৭:৩৭ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৭:৪০

ঢাকা: করোনাভাইরাসের মহামারিতে ফেডারেশনসহ খেলোয়াড়দের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্ব আর্চারি ফেডারেশন। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের ৩৫ তিরন্দাজকে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার অনুদান দিবে আর্চারির সর্বোচ্চ অভিভাবক। তারই অংশ হিসেবে দেশসেরা তিরন্দাজ রোমান সানাকে ৪ লাখ টাকা অনুদান দিতে চলেছে বিশ্ব আর্চারি।

এই তহবিল থেকে বাংলাদেশের আর্চার রোমান সানা পাচ্ছেন ৫০০০ ইউএস ডলার। টাকার হিসেবে চার লাখ ২৩ হাজার।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে বিশ্বের আর্চারির সকল টুর্নামেন্ট স্থগিত আছে। চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অলিম্পিকও পিছিয়ে গেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে সব ফেডারেশনও। এজন্য বিশ্বের বিভিন্ন ফেডারেশন থেকে অনুদানের আবেদন চেয়েছে বিশ্ব আর্চারি ফেডারেশন। ১২০ জন আর্চারের আবেদন থেকে ৩৫জনকে অনুদান দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

দেশের আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখের পরামর্শে বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে এই আবেদন পাঠানো হয়। আর্চারিতে পারফরম্যান্স আর পারিবারিক অবস্থা বিবেচনায় এনে রোমান সানাকে নির্বাচন করা হয়েছে।

অনুদান পাওয়ার খবরটা শুনে বেশ উচ্ছ্বসিত রোমান এক গণমাধ্যমকে জানান, ‘আমি কোচের মাধ্যমে এই অনুদানের জন্য আবেদন করেছিলাম। শুনে খুব ভালো লাগছে। তবে আমি এখনো নিশ্চিত নই কত টাকা পাব। বর্তমান পরিস্থিতিতে এই টাকাটা আমার অনেক উপকারে আসবে। আমার অসুস্থ মায়ের ওষুধ কিনতেই প্রতি মাসে খরচ হচ্ছে ৫ হাজার টাকা।’

ক্যারিয়ারের শীর্ষ ফর্মে আছেন রোমান সানা। গত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ৩ টি স্বর্ণ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ থ্রিতে স্বর্ণপদক, ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পর সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া দেশের একমাত্র অ্যাথলেট হলে এই তিরন্দাজ।

বিজ্ঞাপন

করোনাভাইরাস টপ নিউজ বিশ্ব আর্চারি মার্টিন ফ্রেডরিখ রোমান সানা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর