স্কুলের পাঠ শেষ না করায় এখনো মা-বাবার ‘বকা’খেতে হয় বুফনকে
৭ জুলাই ২০২০ ১৭:২১ | আপডেট: ৭ জুলাই ২০২০ ১৭:২২
ছেলে কিংবা মেয়ে জীবনে যতই সাফল্য অর্জন করুক না কেন বাবা-মায়ের কাছে তারা কখনো বড় হননা। সে ছেলে যদি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষকও হন তবুও বাবা-মায়ের ‘বকা’ খাওয়ার হাত থেকে রক্ষা নেই। ইতালির গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ২০০৬ সাল বিশ্বকাপ এনে দিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। তবে এতেই তার বাবা-মায়ের মন ভরেনি। কারণ ছেলে যে এখনও পড়াশোনার পাঠটা চুকাতে পারেনি।
৪২ বছর বয়সে ইতালিয়ান সিরি আ’র ইতিহাসের সর্বোচ্চ লিগ ম্যাচ খেলা ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন বুফন। সাবেক জাতীয় দলের সতীর্থ কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে এককভাবে এই সিংহাসন দখল করেন জুভেন্টাসের এই কিংবদন্তি গোলরক্ষক। তবে এখনই গ্লাভস জোড়া খুলে রাখতে চাইছেন না বুফন। আরও কয়েক বছর খেলে যাওয়ার ইচ্ছা আছে তার। জুভেন্টাসের হয়ে আরও কয়েক মৌসুম খেলতে চান সর্বোচ্চ পর্যায়ে।
এরপর অবসরের কথা ভাববেন বুফন। তবে অবসরের পর কি করবেন এই কিংবদন্তি? এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাজারবার। তবে এবার জানালেন অবসরের পর তাকে কি করতে হবে তার আসল তথ্য। বুফন জানিয়েছেন অবসরের পর তার স্কুলের পড়াশোনা শেষ করতে হবে। এর পেছনে অবশ্য একটি কারণও আছে বুফনের জানিয়েছেন সেটাও।
বুফন বলেন, ‘যখন আমি অবসর গ্রহণ করব তখন আমি স্কুলে যাবো। আমার স্কুলের শেষ বছরের পড়াশোনা বাকি রয়েছে। আর এটা নিয়ে আমার বাবা-মা আমাকে গত ২৫ বছর ধরে বকাবকি করে আসছে। তাই অবসর নেওয়ার পর আমি আগে স্কুলের পড়াশোনাটা শেষ করব।’
৪২ বছরের বুফন চাইছেন আরও কয়েক বছর খেলবেন সর্বোচ্চ পর্যায়ের ফুটবল। এরপর অবসর নেবেন। অর্থাৎ যদিও ধরেও নেওয়া হয় আগামি তিন বছর বুফনকে দেখা যাবে জুভেন্টাসের হয়ে খেলতে তারপর ৪৫ বছর বয়সে নেবেন অবসর। তারমানে দাঁড়ায় ৪৫ বছর বয়সেই পড়াশোনা শেষ করতে নতুন করে যাবেন স্কুলে। তাই তো প্রবাদে আছে, ‘দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার সময়।’ বুফন হয়ত তারই একটি উদাহরণ।
অবসরের পরে স্কুল ইতালিয়ান কিংবদন্তি কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন জুভেন্টাস