Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে মুক্ত হলেন ফুটবলার অং চিং মারমা


৬ জুলাই ২০২০ ২৩:৫৭ | আপডেট: ৭ জুলাই ২০২০ ০০:১৫

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত টিম বিজেএমসির ফুটবলার অং থোয়াই চিং মারমাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। পুলিশ আজ আদালতে সোপর্দ করলে জামিন পেয়েছেন টিম বিজেএমসির সাবেক এই ফুটবলার।

আজ সোমবার (৬ জুলাই) বিকেলে বান্দরবনের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের আদেশ দিয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে গতকাল রবিবার (৫ জুলাই) বান্দরবন সদরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাকে। এসময় একই অভিযোগে ওয়াসিম ত্রিপুরা প্রধান সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। সেনাবাহিনী আটক করে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে।

পরিবার ও সতীর্থ ফুটবলারদের দাবি ছিল, বাজার করতে গিয়ে ফেসে গিয়েছেন ফুটবলার অং থোয়াই চিং মারমা। পরে পুলিশ আজকে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠালে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের আদেশ দেন।

এসময় আদালতে আরামবাগ ক্রীড়া চক্রে একই জার্সিতে খেলা অং চিং মারমার সতীর্থ ফুটবলার জাফর ইকবালও ছিলেন।

ফুটবলারের মুক্তিতে ফেসবুকে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ফেসবুকে লেখেন, ‘আপনাদের সকলের প্রতিবাদ ও শ্রম স্বার্থক হয়েছে। ফুটবল খেলোয়াড় অং চিং মারমা জামিন লাভ করেছে। অং মারমার জামিনের বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জনাব নাসির সাহেব। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ ওনার প্রতি রইলো কৃতজ্ঞতা।’

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে টিম বিজেএমসির ফুটবলার গ্রেফতার

অং থোয়াই চিং মারমা আদালত গ্রেফতার চাঁদাবাজির অভিযোগ জামিন টিম বিজেএমসি মুক্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর