Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুট করেই হোম অব ক্রিকেটে মুশফিক


৬ জুলাই ২০২০ ২২:২০ | আপডেট: ৭ জুলাই ২০২০ ০০:২৯

মুশফিকুর রহিম সবশেষ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় এসেছিলেন আজ থেকে প্রায় চার মাস আগে। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে এই মাঠেই খেলে গেছেন আবাহনীর এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। করোনার দাপটে এরপর দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে আর আসা হয়নি।

কিন্তু হুট করেই সোমবার (৬ জুলাই) হাজির হলেন প্রিয় ভেন্যুতে। মাথায় ক্যাপ, হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরা মুশফিক এসে দাঁড়ালেন ক্রিকেটের সবুজ মাঠে। এরপর সেখানে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হলেন।

বিজ্ঞাপন

ক্যামেরাবন্দি হওয়া ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘অসাধারণ এই ভেন্যুটি মিস করছি। আল্লাই জানেন আবার কবে অনুশীলনের ফিরব!’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রের দেওয়া তথ্যমতে, ‘অনুশীলন বা অন্য কোনো প্রয়োজনে নয়, লাল সবুজের দেশ সেরা এই ব্যাটসম্যান মিরপুর শের-ই-বাংলায় গিয়েছিলেন মূলত ব্যক্তিগত কাজে।’

হোম অব ক্রিকেট মুশফিকের এমনই প্রিয় এক জায়গা স্বাভাবিক সময়ে যেখানে আর কাউকে দেখা না গেলেও প্রায় প্রতিদিনই তাকে ঠিকই দেখা যায়। প্যাডআপ করে হাতে একটি ব্যাট নিয়ে নেটের দিকে ছুটছেন মুশফিক আর পেছনে দুই-তিনজন বল বয়। কিন্তু অদৃশ্য এক শত্রুর কারণে প্রিয় সেই ভেন্যুতে লম্বা সময় হলো আসতে পারছেন না। কবে আসতে পারবেন তাও সুনির্দিষ্টভাবে কেউই বলতে পারছে না। তাই হয়তো মুশফিকের এমন উদ্বেগ।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান আজ সারাবাংলাকে যে ইঙ্গিত দিলেন তাতে মনে হচ্ছে চলতি মাসেই তার উদ্বেগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। চলতি মাসেই অনুশীলনে ফিরতে পারেন লাল সবুজের দুর্বার যোদ্ধারা।

বিজ্ঞাপন

আকরাম জানালেন, ‘করোনা পরিস্থিতি একটু ভালো হলেই আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো। আমরা আরো দশ পনেরো দিন দেখব। দেখেই ঈদের আগে হয়তো কিছুদিন অনুশীলন করে ঈদের পরে জোরেশোরে নেমে পড়ব।’

মিরপুর শের-ই-বাংলা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম মুশফিকুর রহিম হোম অব ক্রিকেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর