Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ জয়ে পয়েন্ট টেবিলের চারে চেলসি


৫ জুলাই ২০২০ ১২:৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার মিমাংসা হয়েছে অনেক আগেই। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিভারপুল। এখন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করাই শীর্ষে থাকা ক্লাবগুলোর প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে ভালোভাবেই এগুচ্ছে চেলসি। ওয়াটফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

শনিবার (৪ জুলাই) রাতে নিজেদের মাঠে অবনমন অঞ্চলের একটু ওপরে থাকা ওয়াটফোর্ডকে হারানো চেলসির পয়েন্ট হলো ৫৭। ল্যাম্পার্ডের দল লিগে এখন পর্যন্ত খেলেছে ৩৩ ম্যাচ।

বিজ্ঞাপন

স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা চেলসি প্রথম গোলের সুযোগ পায় ম্যাচের ১৯ মিনিটে। সুবিধাজনক স্থানে ক্রিস্টিয়ান পুলিসিকের পাস পেয়েছিলেন অলিভার জিরুদ। কিন্তু ভালো শট নিতে পারেননি ফরাসি তারকা। সেই জিরুদেই অবশ্য এগিয়ে গেছে চেলসি।

২৮ মিনিটে বার্কলের পাস ধরে ডি-বক্স থেকে বাঁ পায়ের দারুণ এক শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে জিরু। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুন করেছেন উইলিয়ান। ডি-বক্সে পুলিসিককে ফাউল করা হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোল করতে একটুও ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোল পেলেন উইলিয়ান।

৬৭ মিনিটে আরও এক গোল পেতে পারতেন তিনি। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো এক শট নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে উইলিয়ানকে গোলবঞ্চিত করেন ওয়াটফোর্ড গোলরক্ষক। যোগ করা সময়ে তিন নম্বর গোলটা পেয়েছে চেলসি। ডি-বক্সে বল পেয়ে জোড়ালো শটে জাল খুঁজে নেন ইংলিশ তারকা বার্কলে। যাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি।

বিজ্ঞাপন

কাল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ভালোই উলট-পালট হলো। দিনে লিগের অপর ম্যাচে বার্নমাউথকে ৫-২ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কয়েক ঘণ্টা পরই ওয়াটফোর্ডকে হারিয়ে চার নম্বর স্থানটি দখল করে নেয় চেলসি। অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লেস্টার সিটি। ৩৩ ম্যাচে লেস্টারের পয়েন্ট এখন ৫৮।

টেবিলের সাত নম্বরে থাকা আর্সেনাল কাল ২-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুলের পয়েন্ট ৩২ ম্যাচে ৮৬। দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৬।

ইংলিশ প্রিমিয়ার লিগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর