Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা কোচ বললেন ‘এসব গুজব’


৪ জুলাই ২০২০ ২১:২৮

হঠাৎ টালমাটাল বার্সেলোনা। মাঠের ফুটবলে হতশ্রী দশা। সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটা ছিটকেই পড়েছে কাতালান ক্লাবটি। এরই মধ্যে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার দাবি করে বসল, বার্সেলোনা ছাড়ার চিন্তা করছেন লিওনেল মেসি! বার্সার সঙ্গে নতুন চুক্তি আলোচনা নাকি থামিয়ে দিয়েছেন আর্জেন্টিনা মহাতারকা। অবশ্য বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন বিষয়টিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন।

বিজ্ঞাপন

কাদেনা সারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিভিন্ন ইস্যু নিয়ে বার্সেলোনায় বিষিয়ে উঠেছেন মেসি। যেসব বিষয় তার এখতিয়ারের বাইরে সেসবেও তাকে ঘিরে সংবাদ প্রচার হচ্ছে। সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দেকে ছাঁটাইয়ে মেসির হাত আছে বলা হচ্ছে। বলা হচ্ছে বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গেও নাকি সম্পর্ক ভালো নয় বার্সা অধিনায়কের। এসব খবরে বিরক্ত মেসি।

বার্সেলোনার ভবিষ্যত নিয়েও চিন্তিত তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারটি। কাতালান ক্লাবটির ভালো কোনো পরিকল্পনা দেখছেন না মেসি। সব মিলিয়েই ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।

তবে সেতিয়েন বললেন এসব খবর গুজব, ‘আমি এসব নিয়ে জল্পনা-কল্পনা করতে চাই না। তার (মেসি) কাছ থেকে আমি কিছুই শুনিনি। আমার কাছে এ জাতীয় সংবাদের কোনো তথ্য নেই। তাকে ভালো দেখাচ্ছে। বাকিটা কেবল গুজব।’

বার্সেলোনায় একদম ঠিক আছেন মেসি বলেছেন বার্সা কোচ, ‘প্রশিক্ষণে আমি তাকে বেশ ভালো দেখছি। যা নিয়ে কথা বলা উচিত, তা নিয়ে আমরা কথা বলেছি। এর বেশি কিছু নয়। ম্যাচের প্রতি মুহূর্তে কী করতে হবে, তা নিয়ে সে পুরোপুরি সচেতন। বয়স তাকে প্রভাবিত করছে না। আমি তাকে একেবারে আগের মতোই দেখছি।’

গুঞ্জনের পাশাপাশি ভিয়ারিয়ালকে নিয়েও ভাবতে হচ্ছে বার্সেলোনা কোচকে। রোববার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা। তার আগে ৩৩ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭০। সমান ম্যাচে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। লিগে আর মাত্র ৫টি করে ম্যাচ বাকি।

কিকে সেতিয়েন বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর