মাশরাফি এখনো করোনা পজিটিভ
৪ জুলাই ২০২০ ১৬:৩৪ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৯:৩৪
করোনা আক্রান্ত হওয়ার নয়দিন পরে গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘ক্যারিশম্যাটিক’ অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। পরদিন পাওয়া প্রতিবেদনে জানতে পারেন তিনি ভাইরাসমুক্ত হতে পারেননি। অর্থাৎ রিপোর্ট পজিটিভ। তবে তিনি ভালো আছেন। শরীরে কোনো ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, কাশি কিংবা ক্ষুধামন্দা নেই।
‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ নিজেই শনিবার (৪ জুলাই) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। গত মঙ্গলবার পরীক্ষা করিয়েছি। বুধবার এটা জানতে পেরেছি। তবে কোনো সমস্যা নেই। জ্বর, কাশি, শরীর ব্যথা, শ্বাস কিংবা ক্ষুধামন্দা এর কিছুই নেই। আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভরসা।’
প্রসঙ্গত বেশ কয়েকদিন শরীরে ঠান্ডা জ্বরের উপস্থিতি দেখে গত ১৯ জুন করোনা পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নমুনা দিয়ে এসেছিলেন মাশরাফি। তার পরদিন অর্থাৎ ২০ জুন জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।