মালদিনির সিংহাসন ছিনিয়ে নিচ্ছেন বুফন
৪ জুলাই ২০২০ ১৩:৫৫ | আপডেট: ৪ জুলাই ২০২০ ২৩:৩৬
রেকর্ডটা অনেক আগেই হতে পারত জিয়ানলুইজি বুফনের। গত মৌসুমেই ইতালিয়ান সিরি ‘আ’ লিগের সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার বনে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ‘নতুন চ্যালেঞ্জ’ নিতে হঠাৎ পিএসজিতে পাড়ি দেওয়ার কারণে সেটা হয়নি। পিএসজিতে গিয়ে অবশ্য সুবিধা করতে পারেননি ইতালিয়ান কিংবদন্তি। একাদশে ঠিকভাবে সুযোগ পাচ্ছিলেন না বলে বুফন অধ্যায়ের সমাপ্তিও দেখছিলেন অনেকে। বুফন পিএসজি ছেড়ে আবারও জুভেন্টাসে ফিরেছেন, ইতিহাসও গড়তে যাচ্ছেন।
শনিবার (৪ জুলাই) তুরিনোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে জুভেন্টাসের। ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর, এই ম্যাচে জুভেন্টাসের একাদশে থাকছেন বুফন। খবর সত্যি হলে আজই সিরি ‘আ’তে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে নাম উঠবে ইতালির এই কিংবদন্তি গোলরক্ষকের। এখন পর্যন্ত সিরি ‘আ’তে বুফন ম্যাচ খেলেছেন ৬৪৭টি। তুরিনোর বিপক্ষের ম্যাচটি হতে যাচ্ছে তার ৬৪৮ নম্বর ম্যাচ। ৬৪৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত এই রেকর্ডের যৌথ মালিক এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি।
২৫ বছর আগে পার্মার জার্সিতে সিরি ‘আ’তে অভিষেক হয়েছিল বুফনের। ছয় মৌসুমে পার্মার হয়ে খেলেছেন ১৬৮ ম্যাচ। পার্মা ছেড়ে জুভেন্টাসে নাম লেখান ২০০১ সালে। তারপর জুভেন্টাসের হয়ে খেলেছেন ৫০৯ ম্যাচ। সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের ৬৫৬ ম্যাচে গোলরক্ষক হিসেবে মাঠে নেমেছেন বুফন। পার্মা, জুভেন্টাস ও পিএসজি মিলিয়ে ক্লাব ফুটবলে বুফন ম্যাচ খেলেছেন ৯১৪টি।
কদিন আগে বুফনের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছে জুভেন্টাস। এদিকে গত জানুয়ারিতে কেটেছেন ৪২তম জন্মদিনের কেক। বয়স যেন বুফনের কাছে স্রেফ একটি সংখ্যা। এই বয়সে শীর্ষ পর্যায়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার উদাহরণ খুবই কম।
বুফন বলছেন এখনো উন্নতি করতে চান তিনি, ‘সত্যিটা হলো আমি এখনো খেলছি। কারণ এখনো খেলতে ভালো লাগে, এখনো লড়াকু মেজাজেই খেলে যাই। আমি জানি আমি আরও উন্নতি করতে পারবো। যখন আপনি দেখবেন আপনার উন্নতির আরও জায়গা আছে, আপনার ভেতরে সেই তাড়না রয়েছে, এর মানে আপনি আপনাকে নিয়ে সন্তুষ্ট না।’