খেলা ফেরাতে প্রস্তুত বিসিবি
২ জুলাই ২০২০ ১৮:৪৫ | আপডেট: ২ জুলাই ২০২০ ১৮:৪৭
করোনা মহামারিতে গত মার্চ থেকে গোটা বিশ্বের ক্রিকেটের সঙ্গে বন্ধ হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটও। একে একে স্থগিত হয়েছে টাইগারদের পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আয়ারল্যান্ড এবং শ্রীলংকার বিপক্ষের সিরিজ। মাঝে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই টাইগার ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে চেয়েছিল বিসিবি, সেই অনুযায়ী আইসিসি’র দেওয়া নির্দেশনা মোতাবেক তিনটি অনুশীলন মডিউলও তৈরি করে বিসিবি। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে যাওয়ায় সে অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
আরও পড়ুন: টাইগারদের অনুশীলন ভেন্যুতেই আইসোলেশন সেন্টার
তবে অনুশীলন এখনই না ফিরলেও টাইগার ক্রিকেটারদের নিরাপদে অনুশীলনে ফেরাতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে টাইগার ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন। আর ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর জন্য বিসিবি নেওয়ার পদক্ষেপগুলোর মধ্যে ছিল দেশের ক্রিকেটের প্রধান ভেন্যুগুলোকে জীবাণুমুক্ত করে প্রস্তুত করা। এর মধ্যেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ আবু নাসের স্টেডিয়াম, শহীদ চান্দু স্টেডিয়াম এবং শহীদ কামরুজ্জাম স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) এসব তথ্য জানানো হয়।
বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরি সুজন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত যে আমাদের ক্রিকেটারদের এখন না হলেও পরবর্তীতে অনুশীলনে ফেরাতেই হবে। এই ব্যাপারটিকে মাথায় রেখেই বিসিবি সকল ভেন্যু অনুশীলনের জন্য প্রস্তুত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।’
দেশের মোট ৮টি স্টেডিয়াম ক্রিকেটারদের অনুশীলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রায় ১০০জন গ্রাউন্ডসম্যানদের নিয়ে স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ড প্রস্তুতের কাজ করে যাচ্ছে বিসিবি। প্রত্যহিক মাঠের রক্ষণাবেক্ষণের জন্য মাঠের ঘাস ছেঁটে ফেলা, মাঠে পানি দেওয়া এবং ড্রেসিং রুম থেকে শুরু করে সবকিছুকে প্রস্তুত করা হচ্ছে।
অনুশীলন ফেরাবে বিসিবি করোনাভাইরাস ক্রিকেট ফেরাতে প্রস্তুত টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় কিকেট দল