Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পা মাটিতেই রাখছেন জিদান


২ জুলাই ২০২০ ১২:৪৩

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে স্প্যানিশ লা লিগা যখন পুনরায় শুরু হলো বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌড়ে তখন পরিস্কার এগিয়ে কাতালান ক্লাবটি। কিন্তু কদিনের ব্যবধানেই পাশার দান উল্টে গেছে। রিয়াল মাদ্রিদই এখন এগিয়ে।

বার্সেলোনা তাদের গত চার ম্যাচের তিনটিতেই ড্র করেছে। প্রতিদ্বন্দ্বীদের এভাবে পয়েন্ট হারানোতে ১ ম্যাচ হাতে রেখেই ১ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। আজ বৃহস্পতিবার রাতে গেতাফের বিপক্ষে কাঙ্খিত জয়টা পেলে রিয়ালের এগিয়ে থাকার ব্যবধানটা হবে ৪ পয়েন্টের। লিগের শেষভাগে এসে ৪ পয়েন্টে এগিয়ে থাকাকে শিরোপা জয়ের সমান মনে করছেন অনেকেই। তবে জিদান পা মাটিতেই রাখছেন।

বিজ্ঞাপন

শিরোপা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত যাতে মনোযোগ বিচ্ছিন্ন না হয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন রিয়াল মাদিদ্র কোচ। জিদান বলেন, ‘বাস্তবতা হলো আমাদের এখনও ১৮ পয়েন্টের জন্য লড়াই বাকি এবং চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এর আগে খেলোয়াড় হিসেবে আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং আমি জানি, এখনও আমরা কিছুই জিতিনি। খেলোয়াড়রা ও আমি এটা ভুলে যাচ্ছি না।’

গেতাফের বিপক্ষে শক্ত দলই পাচ্ছেন জিদান। যদিও এডেন হ্যাজার্ডকে এই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছেন জিদান। বেলজিয়াম তারকাকে নিয়ে জিদান অবশ্য একটু চিন্তিতই। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফেরা হ্যাজার্ড বার বার ফাউলের শিকার হচ্ছেন। আর তাই তো এসব দিক বিবেচনায় রেখে গেতাফের বিপক্ষের ম্যাচের স্কোয়াডেই হ্যাজার্ডকে রাখেননি জিদান।

এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ বলেন, ‘আমাদের মতো প্রতিপক্ষও জানে সে কত ভালো ফুটবলার। আশা করি, তারা হ্যাজার্ডের ক্ষতির চেষ্টা করবে না। সে সংগ্রাম করছে কারণ অনেক দিন সে মাঠের বাইরে ছিল। তাকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। সময় মতো সে সেরা ফর্মে ফিরবে।’

বিজ্ঞাপন

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর