Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফিস ইকবালও করোনা মুক্ত


২ জুলাই ২০২০ ১২:১৮

নাজমুল ইসলাম অপুর পর এবার করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত হলেন জাতীয় দলের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান নাফিস ইকবাল। অবশ্য শুধু তিনিই নন, তার পরিবারের অন্যান্য যারা আক্রান্ত ছিলেন; মা, দুই সন্তান ও গৃহকর্মীও এখন প্রাণঘাতী এই ভাইরাস মুক্ত।

বৃহস্পতিবার (২ জুলাই) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন নাফিস ইকবালের চাচা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

বিজ্ঞাপন

আকরাম জানালেন, ‘হ্যাঁ ওর সঙ্গে আমার কথা হয়েছে। সবারই নেগেটিভ এসেছে।’

এদিকে গতকাল রাতে এক অডিও বার্তায় নাফিস ইকবাল জানিয়েছেন, ‘আম্মুসহ আমারদের পরিবারের সবার নেগেটিভ এসেছে। সব আপনাদের দোয়ার জন্য। আমি নিশ্চিত আপনাদের দোয়ার কারণেই আমাদের সবার নেগেটিভ এসেছে। আশা করি এভাবেই আমাদের জন্য দোয়া করে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

গেল ১৩ জুন নাফিস ইকবাল ও তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

করোনামুক্ত নাফিস ইকবাল বাংলাদেশি ক্রিকেটার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর