Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোনিকে টপকাতে মুশফিকের বাধা করোনা


১ জুলাই ২০২০ ১৭:৩৮

টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পরিসংখ্যান তো বলছে সেটাই। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তো বিশ্বের এলিট ক্লাবেই জায়গা করে নিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এবার অবশ্য নিজেকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার সুযোগ ছিল মুশফিকের সামনে। ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকের দিক দিয়ে টপে যেতে পারতেন মুশফিক, তবে করোনাভাইরাসের মহামারির কারণে সেই অপেক্ষা বেড়ে গেল।

বিজ্ঞাপন

করোনার কারণে ক্রিকেট বন্ধ হওয়ার আগেও দুর্দান্ত ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের তৃতীয় ডাবল শতক হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালে টেস্টে ৪ হাজার রানের ক্লাবে নাম লেখান মুশি। সে বছরই ব্যাট হাতে ৪ হাজার রান আর গ্লভস হাতে ১০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন তিনি।

নামের পাশে আর মাত্র ৫শ ৮৩ রান যোগ করতে পারলেই ৬ষ্ঠ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান এবং ১০০ এর অধীক ডিসমিসাল কারীদের পাশে নাম উঠবে মুশির। এর আগে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার,অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স গড়েছেন এই কীর্তি।

আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা এ বছর বাংলাদেশের মোট টেস্টের সংখ্যা ছিল ৯টি, এর মধ্যে একটি পাকিস্তানের সঙ্গে খেলে ফেলেছিল বাংলাদেশ। অর্থাৎ বছরজুড়ে বাকি ছিল আরও ৮টি টেস্ট। তবে করোনার থাবায় সব টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় আর খেলা হচ্ছে না টেস্টগুলো। তবে টেস্টগুলো মাঠে গড়ালে আরও একটি রেকর্ডে নাম লেখাতে পারতেন মুশফুকির রহিম। সর্বশেষ ৪ টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি, ২ ফিফটি হাঁকান মুশফিক দেখতেই পারতেন সেই স্বপ্ন।

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারে ৯০টি টেস্টে ৪ হাজার ৮শ ৭৬ রানের পাশাপাশি করেছেন ২শ ৯৪টি ডিসমিসালও। আর রানের দিক দিয়ে এবছরই তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা ছিল মুশির। স্থগিত না হলে ৮ টেস্টে মাত্র ৪শ ৬৩ রান করতে পারলেই টপকে যেতেন ধোনিকে। দুর্দান্ত ফর্মে থাকা মুশির জন্য ৮ টেস্টে ৫শ’র মতো রান করা অসম্ভব কিছু ছিল না। ১৫ বছরের ক্যারিয়ারে ৭০ টেস্টে ৪হাজার ৪শ ১৩ রানের পাশে ১১৩ ডিসমিসাল করেছেন মুশফিক।

বিজ্ঞাপন

অবশ্য কেবল ধোনিই নয়, মুশফিকের সামনে ছিল জিম্বাবুয়ের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে (৬৩ টেস্টে ৪ হাজার ৭শ ৯৪ রান ও ১৫১ ডিসমিসাল) টপকে যাওয়ার সহজ সুযোগ। তবে আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সময়ে (২০১৯ সালের আগষ্ট থেকে ২০২১ সালের মে পর্যন্ত) ৫ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়াটা মুশফিকের জন্য কষ্টকর হয়ে পড়ছে।

করোনার কারণে স্থগিত হওয়া টেস্টগুলো পুনরায় মাঠে না গড়ালে বাংলাদেশের সামনে থাকবে আর মাত্র ৩টি টেস্ট। আর ৩ টেস্টে ধোনিকে টপকাতে ৫শ ৬৩ রান আর অ্যান্ডি ফ্লাওয়ারকে টপকাতে ৩শ ৮১ রান করাটা মুশফিকের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। তবে তার জন্যও তো মাঠে ক্রিকেট গড়াতে হবে। ঠিক কবে নাগাদ আবারও মাঠে ক্রিকেট গড়াবে তা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো ক্রিকেট বোর্ড কিংবা আইসিসিও।

করোনাভাইরাস মহেন্দ্র সিং ধোনি মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর