Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ঠিকঠাক বেতন পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা!


২৮ জুন ২০২০ ১৭:৪৮

সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরপরই ঘোষণা দিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটের মান বাড়াবেন সঙ্গে ক্রিকেটারদের বেতনও বাড়াবেন। কিন্তু করোনাভাইরাসের কঠিন বাস্তবতার কারণেই কিনা কথা রাখতে পারছেন না সৌরভ। ঠিকঠাক মতো বেতন পাচ্ছেন না ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটাররা।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রঞ্জি ট্রফি ও সৈয়ত মুশতাক আলী ট্রফি খেলা ক্রিকেটাররা এখনো প্রাপ্য বুঝে পাননি। রঞ্জি ট্রফিতে প্রতিজন ক্রিকেটার দিন প্রতি ৩৫ হাজার রুপি পেয়ে থাকেন। মুশতাক আলী ট্রফিতে ম্যাচ প্রতি ১৭ হাজার। প্রতিবেদনে বলা হয়েছে হিসেবের অর্থ বুঝে পায়নি মুম্বাই, মহারাষ্ট্র, বাংলা ও ত্রিপুরার ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

ম্যাচ ফি ছাড়াও বোর্ড থেকে লভ্যাংশের ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। সেটাও নাকি বন্ধ হয়ে আছে সেই ২০১৬-১৭ মৌসুম থেকে। লকডাউনের এই কঠিন সময়ে এভাবে অর্থ আটকে থাকাটা ক্রিকেটারদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘এই অর্থ লকডাউনে অনেক কাজে লাগত। বিসিসিআই ও রাজ্য সংস্থাগুলোর বোঝা উচিত আমরা এ বছর বাইরে খেলে আয় করার সুযোগ হারিয়েছি। আইপিএল হওয়ার কোনো নিশ্চয়তা নেই। আর অনেক ক্রিকেটারই এখানে সুযোগ পায় না। ফলে বেশিরভাগকেই ঘরোয়া ম্যাচ ফির ওপর নির্ভর করতে হয়।’

বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধামাল অবশ্য বিষয়টিকে কারিগরি ত্রুটি বলেছেন। তিনি বলেন, ‘এটা হয়তো কোনো কারিগরি সমস্যার কারণে হয়েছে, আমরা হয়তো কিছু রাজ্য সংস্থা থেকে ইনভয়েস পাইনি। এর মাঝে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্র ও রানার্সআপ বাংলাকে প্রথম ও দ্বিতীয় হওয়ার পুরস্কারের অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। রঞ্জির ফাইনাল মার্চে হয়েছে আর ওটাই ছিল ঘরোয়া ক্রিকেটের শেষ খেলা। হয়তো ইনভয়েসের সত্যতা যাচাইয়ে কোনো সমস্যা হয়েছে, না হলে আমরা সব ক্রিকেটারের টাকা পরিশোধ করে দিয়েছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশগুলোর মতো ভারতেও ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। মার্চের শেষভাগ থেকে মাঠে গড়ানোর কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। করোনার কারণে টুর্নামেন্টটি ঝুঁলে গেছে অনির্দিষ্ঠকালের জন্য।

করোনাভাইরাস ক্রিকেটাররা বেতন পাচ্ছেন না প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) রঞ্জি ট্রফি সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর