Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ


২৭ জুন ২০২০ ১৬:৫৫

বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে কার্লোস বিলার্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনাদের বিশ্বকাপ জয়ের পেছনে ছিল তার সম্মুখ অবদান। কার্লোস বিলার্দো ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৮২ বছর বয়সী সাবেক এই কোচ করোনা আক্রান্ত তা নিশ্চিত করেছেন বিলার্দোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র।

বিশ্বকাপজয়ী এই কোচ করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরে কোনো প্রকার লক্ষণের দেখা মেলেনি। সূত্রটি বলেছে, ‘তারা (বিলার্দো) পরীক্ষা করিয়েছে এবং ফলটা পজিটিভ। যদিও তার শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জন্ম নেওয়া এই ফুটবলার ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত আলবেসিলেস্তেদের ডাগ আউটের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পর বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন কার্লোস। শেষ ২০০৪ সালে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের ডাগ আউটের দায়িত্বে ছিলেন কার্লোস। ২০১৮ সাল থেকে বুয়েন্স এইরেসের এক নার্সিং হোমে বসবাস করছেন তিনি।

কার্লোস বিলার্দো আর্জেন্টিনার যুব দলের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে আর্জেন্টিনার তিন ক্লাব সান লরেঞ্জো, দেপোর্তিভো এস্পানিওল এবং এস্তুদিয়ান্তেসের হয়ে। বিলার্দো এস্তুদিয়ান্তেসের হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন। তবে আর্জেন্টাইন ফুটবলে বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ এনে দেওয়ার জন্য।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ করোনায় আক্রান্ত কার্লোস বিলার্দো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর