ভালো আছেন মাশরাফি
২৭ জুন ২০২০ ১৫:৪২ | আপডেট: ২৭ জুন ২০২০ ১৮:২৯
এক সপ্তাহ পেরিয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা করোনায় আক্রান্ত হওয়ার। সাত দিন শেষে খবর হলো, লাল-সবুজের ক্রিকেটের কিংবদন্তি এই অধিনায়কের শরীরের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। জ্বর, কাশিসহ অন্যান্য উপসর্গের কোনো কিছুই তার শরীরে নেই এখন। তবে খাবারের রুচি কিছুটা কমেছে। কিন্তু ভালো খবর হলো তিনি খেতে পারছেন।
‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’র ঘনিষ্ঠ এক সূত্র শনিবার (২৭ জুন) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছে।
সূত্রটির দেওয়া তথ্য মতে, ‘মাশরাফি এখন ভালো আছে। কোনো সমস্যা নেই। তবে খাওয়ায় রুচি নেই কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে। জ্বর কাশি বা অন্যান্য উপসর্গ নেই।’
তিন-চারদিন শরীরে ঠান্ডা জ্বরের উপস্থিতি দেখে ১৯ জুন (সুপ্রভাত) করোনা পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নমুনা দিয়ে এসেছিলেন মাশরাফি। তার পরদিন অর্থাৎ শনিবার জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।