Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত রোনালদোয় জুভেন্টাসের দারুণ জয়


২৭ জুন ২০২০ ১২:৪১

বহু সংগ্রাম করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাল মিলিয়ে জ্বলে উঠে অন্যরাও। সিআর সেভেন এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও দুটি। যাতে ইতালিয়ান সিরি ‘আ’ লিগে টানা দ্বিতীয় জয় পেতে খুব একটা বেগ পেতে হলো না জুভেন্টাসকে।

শুক্রবার (২৬ জুন) রাতে লিচের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জুভেরা। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে গোল পেয়েছেন আগের ম্যাচেও গোল পাওয়া পাওলো দিবালা। বাকি দুই গোল গঞ্জালো হিগুয়েইন ও ম্যাথিয়াস ডি লিটের। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হলো জুভেন্টাসের। ২৮ ম্যাচের ২২ জয়ে দলটির পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে টেবিলের দুই নম্বরে থাকা লাৎসিওর পয়েন্ট ৬২।

বিজ্ঞাপন

ম্যাচের পুরো সময়েই আধিপত্য ধরে রেখেই খেলেছে জুভেন্টাস। তবে প্রথমার্ধের কয়েকবার ভয় ধরায় লিচও। ম্যাচের চতুর্থ মিনিটে আন্দ্রেস রিসপোলির শট জুভেন্টাসের রক্ষণ কাঁপিয়ে দিয়েছে। ১৬ মিনিটে জুভেন্টাসের রক্ষণ ভুলে সুবিধাজনক স্থানে বল পেয়েছিলেন লিচের মার্কো মানকোসু। কিন্তু গোলরক্ষক বরাবর বল মেরে দিলে সুযোগ কাজে হাতছাড়া হয়।

৩১ মিনিটে দশজনের দলে পরিণত হলে এই গতিটা আর ধরে রাখতে পারেনি লিচ। নিজেদের রক্ষণে রদ্রিগোকে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লিচের ডিফেন্ডার ফাবিও লুসিওনিকে। তবুও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তুরিনের বুড়িরা।

পাওলো দিবালার দারুণ এক শটে জুভারা প্রথম গোল পেয়েছে ম্যাচের ৫৩ মিনিটে। রোনালদোর দেওয়া পাস ধরে দর্শনীয় এক গোল করে জুভেন্টাসকে ১-০ তে এগিয়ে নেন দিবালা। কয়েক মিনিট পরই রোনালদোর পেনাল্টি গোলে ব্যবধান ২-০ হয়। চলতি লিগে পর্তুগিজ সুপাস্টারের এটি ২৩তম গোল।

বিজ্ঞাপন

৭৭ মিনিটে দিবালার বদলি হিসেবে মাঠে নেমে পাঁচ মিনিট পরই জুভেন্টাসকে তৃতীয় গোল এনে দেন গঞ্জালো হিগুয়েইন। রোনালদোর ব্যাকহিলে পাওয়া বলে মাথা ছুঁয়ে গোল করেন আর্জেন্টিনা তারকা। শেষ মুহূর্তে ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে লিচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডি লিট। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো পাওলো দিবালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর