৩ দশকের আক্ষেপ ঘুচিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
২৬ জুন ২০২০ ০৩:৪৯ | আপডেট: ২৬ জুন ২০২০ ১৪:০৬
চলতি প্রিমিয়ার লিগের সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হলো লিভারপুলের। এতে ৩০ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতলো অল রেডরা। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে প্রিমিয়ার লিগে চেলসি বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচে সিটিজেনরা হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হলো অল রেডদের।
স্টামফোর্ড ব্রিজে হাইভোল্টেজ ম্যাচটিতে চেলসির মুখোমুখি হয় গত দুই বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে ১০ জনের দলে পরিণত হওয়া সিটিজেনদের ২-১ গোলে হারায় চেলসি। এতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লিভারপুলকে স্পর্শ করার গাণিতিক সকল সম্ভাবনা শেষ হলো দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির। ফলে ৭ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হলো অল রেডদের।
প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৬। যেখানে তালিকার দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট থেমে আছে ৬৩ তে। ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে লিচেস্টার সিটি এবং ৫৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।
এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগের টাইটেল জয় করেছিল লিভারপুল। ঠিক তিন দশক পর ফের একবার শিরোপা জিতলো দলটি। এটি ইংল্যান্ডের শীর্ষ লিগে অল রেডদের ১৯তম এবং প্রিমিয়ার লিগে প্রথম শিরোপা।