Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুলকে ইতিহাদ স্টেডিয়ামেই আতিথ্য দেবে ম্যান সিটি


২৬ জুন ২০২০ ০১:২০

প্রিমিয়ার লিগে দুই দলের আগামী ম্যাচে লিভারপুলকে ইতিহাদ স্টেডিয়ামেই আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ক্লাবটি এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। আগামী ২ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে। খবর বিবিসি।

এর আগে নিরাপত্তাজনিত কারণে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইতিহাদ স্টেডিয়ামে আগামী পাঁচটি ম্যাচ না খেলার অনুরোধ করে। ফলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বনাম এবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি নিরপেক্ষ ভ্যানুতে খেলার সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার সিটির নিরাপত্তা বিষয়ক কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) এবার একই কমিটি ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি খেলার অনুমতি দিলো।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে ৩০ বছরের ট্রফি খরা এবার ঘুচতে যাচ্ছে অল রেডদের। জুর্গেন ক্লপের শীষ্যরা ইতিমধ্যে শিরোপায় এক হাত দিয়ে রেখেছে বলা চলে। আজ (বৃহস্পতিবার) রাতে ম্যানচেস্টার সিটি বনাম চেলসির ম্যাচটিতে সিটি পা হড়কালেই লিভারপুলের ট্রফি নিশ্চিত। ২ জুলাইয়ের ম্যাচটি সেক্ষেত্রে লিভারপুলের জন্য হবে জয় পরবর্তী আনুষ্ঠানিকতা। তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা সিটির জন্য ম্যাচটির গুরুত্ব কোন অংশেই কমবে না।

                           নিরপেক্ষ ভ্যানুতে নয়, প্রতিপক্ষের ডেরায় খেলতেই পছন্দ তার!

এদিকে ২ জুলাইয়ের ম্যাচটি নিয়ে  লিভারপুল বস জুর্গেন ক্লপ বলেছিলেন, নিরপেক্ষ ভ্যানুতে সিটির বিপক্ষে খেলতে পছন্দ করবেন না তিনি। জুর্গেন ক্লপ বলেছিলেন, ‘আমি ম্যাচটি ম্যানচেস্টারেই খেলতে পছন্দ করব। আমি জানি না কী হবে, তবে আমিও লিভারপুলে থাকব না, তারাও (সিটি) ম্যানচেস্টারে থাকবে না। এর অর্থ হলো উভয় দলই অন্য একটি জায়গায় যাবে ও হোটেলে উঠবে’। এবার জুর্গেন ক্লপের সে আশাই পূর্ণ হবে।

বিজ্ঞাপন

ইতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর