Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরীক্ষা করিয়ে বিপাকে হাফিজ


২৫ জুন ২০২০ ২১:০২

আলোচিত ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তান দলে মোহাম্মদ হাফিজের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রজিম রাজা সরাসরি সমালোচনা করে হাফিজকে অবসরের পরামর্শ দিয়েছেন। এ নিয়ে রমিজের সঙ্গে প্রশ্ন ছোঁড়াছুঁড়িও হয়েছে হাফিজের। এবার নিজের কাণ্ডে আবারও আলোচিত পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিজ উদ্যোগে করোনাভাইরাস পরীক্ষা করানো নিয়ে বিপাকে পড়েছেন হাফিজ।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত পাকিস্তানের সদ্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডের করোনাভাইরাস পরীক্ষা করানো নিয়ে। ইংল্যান্ড সফরের আগে ক্রিকেটার ও স্টাফদের দুবার করোনা পরীক্ষা করানোর কথা বলেছে পাকিস্তান বোর্ড। তার প্রথম ধাপের পরীক্ষায় হাফিজসহ দশজনের পজিটিভ রেজাল্ট আসে। কী মনে করে পরের দিন নিজ উদ্যোগে অন্য জায়গা থেকে পরীক্ষা করেন হাফিজ। যাতে ফলাফল নেগেটিভ আসে। হাফিজ সেটি আবার শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

বোর্ডকে না জানিয়ে এভাবে অন্য জায়গায় পরীক্ষা করিয়ে তার ভিন্ন রিপোর্ট সবাইকে জানিয়ে দেওয়ার বিষয়টি মোটেও পছন্দ হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বিষয়টিকে পাকিস্তানের করোনা পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে বলেই বিবেচনা করছে পিসিবি। শাস্তির মুখেও হয়তো পড়তে হতে পারে হাফিজকে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের কথাতে তেমনটাই আন্দাজ করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম খান বলেন, ‘হাফিজের সঙ্গে কথা বলেছি আজ এবং যেভাবে পুরো ব্যাপারটি সে ঘটিয়েছে তাতে আমাদের হতাশার কথা তাকে পরিষ্কার করেছি। ব্যক্তিগতভাবে পরীক্ষা করানোর পুরো অধিকার তার আছে। কিন্তু এর আগে তার আমাদের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। কারণ, সে আমাদের জন্য ঝামেলা তৈরি করেছে।’

হাফিজের প্রতি বোর্ডের অসন্তুষ্টির কথাও খোলাসা করেছেন ওয়াসিম, ‘হাফিজের নিয়ম ভাঙার ঘটনা এই প্রথম নয়। সে কেন্দ্রীয় চুক্তিতে নেই ঠিকই, তবে পাকিস্তান দলে নির্বাচিত হওয়ায় খেলোয়াড়দের জন্য তৈরি করা নিয়ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম মানতে বাধ্য সে। বিষয়টি নিয়ে কী করা যায় তা দেখছি আমরা। কারণ এটা আমাদের বড় ধরনের সমস্যায় ফেলেছে।’

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান দলের। সেখানে গিয়ে প্রথমে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটার ও স্টাফদের। ইংল্যান্ডে আরেক দফা করোনা পরীক্ষা শেষে অনুশীলনে শুরু করবেন ক্রিকেটাররা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

করোনা পরীক্ষা পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর