Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতকাল পজিটিভ, আজ হাফিজের করোনা নেগেটিভ


২৪ জুন ২০২০ ১৫:৫৭ | আপডেট: ২৪ জুন ২০২০ ১৬:০৮

আসন্ন ইংল্যান্ড সফরের তালিকায় থাকা ১০ পাকিস্তানি ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাফিজও। পজিটিভ হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে নিজের ও পরিবারের সদস্যদের আবার পরীক্ষা করান হাফিজ। তাতে আজ নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন এই পাকিস্তান অলরাউন্ডার।

এর আগে সোমবার (২২ জুন) পাকিস্তানের তিন ক্রিকেটার হায়দার আলী, হারিস রউফ এবং শাদাব খান কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে মঙ্গলবার আরও ৭ খেলোয়াড় ও একজন স্টাফ করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে হাফিজ জানিয়েছেন, পজিটিভ হওয়ার পর নিজের সন্তুষ্টির জন্য আবারও পরীক্ষা করিয়েছেন। তাতে আজ নেগেটিভ রিপোর্ট এসেছে নিজের ও পরিবারের। সবার কাছে দোয়াও চেয়েছেন। ইএসপিএনক্রিকইনফো বলেছে, হাফিজসহ বাকিদের পরের সপ্তাহে আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

প্রথম দিনের পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন হায়দার আলী, হ্যারিস রউফ ও শাদাব খান। গতকাল হাফিজের সঙ্গে পজিটিভ রিপোর্ট আসে ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজের।

তবে এমন অবস্থায় ইংল্যান্ড সফর বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান। এক বিবৃতিতে তিনি বলেন, ইংল্যান্ড সফরের সময়সূচী এখনও ঠিক আছে। দলের যেসব খেলোয়াড় করোনাভাইরাস নেগেটিভ তারা আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার এক ঘোষণায় ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাশলি গিলস তার দেশে পাকিস্তানের সফরটি নিয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, টেস্ট সিরিজটি এখনও অনেক দূরে। এই মুহূর্তে খুব বেশি উদ্বিগ্ন হচ্ছি না। আমরা এখনও আশাবাদী পাকিস্তান শীঘ্রই ইংল্যান্ডে আসবে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান আগামী মাসে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। দু’দল প্রথম টেস্ট খেলবে লর্ডসে। পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টার এবং নটিংহামে। তিন টি-টোয়েন্টি হবে যথাক্রমে লিডস, কার্ডিফ ও সাউদ্যাম্পটনে।

এর আগেও তিন জন পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে আছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া শহীদ আফ্রিদিও।

একদিন পর করোনা নেগেটিভ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর