Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোলশারের মতে ডি গিয়াই সেরা


২৪ জুন ২০২০ ১৪:৫১

ম্যানচেস্টার ইউনাইটেড বস ওলে গানার সোলশারের মতে তার শীষ্য ডেভিড ডি গিয়াই বিশ্ব সেরা গোলরক্ষক। প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সাবেক রেড ডেভিল অধিনায়ক রয় কেইনের সমালোচনার জবাবে নিজের এমন মত জানান ওলে গানার সোলশার৷

শীষ্যকে সমর্থন দিয়ে সোলশার বলেন, ‘যখন আপনি সাত ম্যাচে ২ গোল খাবেন তখন এটাকে খারাপ পারফরম্যান্স বলে আমি মনে করি না। এর মধ্যে আবার ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম ও এভারটনের মত দল রয়েছে যাদের বিপক্ষে খেলা হয়েছে’।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার ডি গিয়ার পারফরম্যান্সের কড়া সমালোচনা করে কেইন বলেছিলেন, ‘ওর পারফরম্যান্স দেখে আমি মৃত্যুপথযাত্রীদের মত অসুস্থ বোধ করছি’। তার মতে, টটেনহামের বিপক্ষে ম্যাচে স্টিভেন বের্গুইন এর শটটি ঠেকিয়ে দিতে পারতেন ডি গিয়া। তবে তিনি ব্যর্থ হন।

তবে সাবেক রেড ডেভিল অধিনায়কের সমালোচনায় একমত নন বর্তমান বস সোলশার। শীষ্যের পক্ষে সোলশার বলেন, ‘শুক্রবারে ডি গিয়া ওই শটটি হয়ত ঠেকিয়ে দিতে পারত হয়ত বা পারত না। তবে সে অনেক দারুণ দারুণ গোল ঠেকিয়েছে। সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আমি এখনও মনে করি ডি গিয়াই সেরা’৷

ওলে গানার সোলশার ডেভিড ডি গিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর