নাসুম, রানা জায়গা পেলেন সিপিএলের ড্রাফটে
২৪ জুন ২০২০ ১২:২৪ | আপডেট: ২৪ জুন ২০২০ ১৩:২১
২৪ জুন (বুধবার) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফট তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ দুই ক্রিকেটার মেহেদি হাসান রানা এবং নাসুম আহমেদ। গেল বছরের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) আসরে রানা এবং নাসুম উভয়ই খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।
বিবিপিএলে দুইজনই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সামর্থ্য জানান দিয়েছেন। বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা চ্যালেঞ্জার্সের হয়ে গত আসরে খেলেছিলেন ১০টি ম্যাচ। সেখানে ৭ দশমিক ৫ ইকোনমি রেটে ১৫ দশমিক ৮৩ গড়ে নামের পাশে যোগ করেন ১৮টি উইকেট।
অন্যদিকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের শক্তির জায়গা নিয়ন্ত্রিত বোলিং। ১৩টি ম্যাচ খেলে ৭ দশমিক ২৬ ইকোনমিতে নেন ৬টি উইকেট। বিবিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজেও জায়গা করে নেন তিনি। যদিও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।
সিপিএলের নিলামে নাসুম এবং রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ হাজার ডলার। নিলামের দশম রাউন্ডে তাদের ডাক উঠবে। কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নিয়ে আগ্রহ দেখালে প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে বাড়ানো হবে মূল্য। এদিকে এবছরের সিপিএল ড্রাফটে আগেই নাম উঠেছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও কয়েকজন ক্রিকেটারের। সর্বশেষ চমক হিসেবে জায়গা পেলেন নাসুম এবং রানা।
আগামী ১৮ আগস্ট থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিপিএলের পরবর্তী আসরের। করোনাভাইরাসের প্রকোপ থাকায় এবারের টুর্নামেন্টটি শুধু ত্রিনিদাদেই আয়োজন করার সম্ভাবনা রয়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ড্রাফটে নাম উঠেছে নাসুম আহমেদ মেহেদি হাসান রানা সিপিএল