Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগার লড়াই জমেছে মাঠের বাইরেও


২৩ জুন ২০২০ ১৮:২৪

মহামারি করোনাভাইরাসের আতঙ্ককে পাশ কাটিয়ে মাঠে ফিরতেই জমে উঠেছে স্প্যানিশ লা লিগা। পুনরায় লিগ শুরুর সময় ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটি সেভিয়ার মাঠে পয়েন্ট হারালে সেই সুযোগ কাজে লাগিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। এখন রিয়াল, বার্সা দুই দলের পয়েন্টই ৬৫ তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় টেবিলে সবার উপরে রিয়ালের নাম। লা লিগার লড়াই জমে উঠেছে মাঠের বাইরেও।

বিজ্ঞাপন

বার্সেলোনা সেভিয়ার মাঠে পয়েন্ট হারালে পরের দিন রিয়াল সোসিয়েদাদকে ২-১ তে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের শীর্ষে উঠার ম্যাচটি নিয়ে চলছে তর্ক। এই ম্যাচের রেফারিং নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন ও দলটির অন্যতম অধিনায়ক জেরার্ড পিকে। পিকে অভিযোগ তুলেছেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বরাবরই রিয়ালের পক্ষে যায়।

পিকের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকেও। রিয়াল মাদ্রিদ বরাবরই রেফারির পক্ষ থেকে সুবিধা পায় কিনা- ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) রাগই ঝাড়লেন রিয়াল কোচ, ‘যে যা ভাবতে চায়, ভাবতে পারে। আমরা যা করতে চাই, সেটা হলো মাঠে নেমে পারফর্ম করা।’

জিদান বলেন, ‘দিন শেষে মানুষ কেবল রেফারিদের নিয়ে কথা বলছে, যেন মাঠে আমরা কিছুই করিনি। বিষয়টি আমাকে খুব বিরক্ত করে। কিন্তু মানুষের মন্তব্য আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা খেলে ম্যাচ জিতি এবং আজও এটাই করেছি। আমরাই জয়ের যোগ্য ছিলাম। আমি ফুটবল আর ম্যাচ নিয়ে কথা বলতে পছন্দ করি। অন্য কোনো ব্যাপারে কিছু বলতে পারব না।’

লিগ যেমন জমে উঠেছে, কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এসব ছাপিয়ে শেষ পর্যন্ত লিগ শিরোপা কার শোকেসে উঠে সেটাই দেখা বিষয়। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এখনো ৮টি করে ম্যাচ বাকি।

এবারও যে বার্সা-রিয়ালের মধ্যেই লা লিগা শিরোপার মীমাংসা হবে সেটা অনেকটা নিশ্চিতই। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা সেভিয়া যে দুই দলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে। সেভিয়া আবার এক ম্যাচ বেশিও খেলে ফেলেছে।

বিজ্ঞাপন

মাঠের বাইরেও লড়াই রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর