Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা সাবেক ফুটবলার টুলটুল আর নেই


২৩ জুন ২০২০ ১৪:৪১

ঢাকা: বাংলাদেশ জাতীয় যুব দলের ফুটবলার ও নীলফামারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী টুলটুল আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়ান ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আজ বাদ আসর নীলফামারী সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

সাবেক ফুটবলার, প্রশিক্ষক টুলটুল নীলফামারী জেলার ফুটবলার তৈরীর কারিগর ছিলেন। একটা ক্রীড়া পরিবারেই তার বেড়ে ওঠা। অবিভক্ত বাংলার ফুটবলার হিসেবে তার বাবা আইএ এ শীল্ড খেলেন। তার প্রতিষ্ঠিত ক্লাব দক্ষিণা ক্রীড়াচক্র এক সময় উত্তরবঙ্গে জনপ্রিয় ছিল। ইনজুরির কারণে দারুণ সম্ভাবনাময় এই ফুটবলার ঢাকায় তার ক্যারিয়ার লম্বা করতে পারেননি। তবুও হ্যাটট্রিকসহ দারুণ নৈপুণ্যে সকলের মন জয় করেছিলেন। ঢাকা লীগে রহমতগঞ্জে খেলেছিলেন তিনি। এছাড়াও ঢাকায় ১ম বিভাগের কয়েকটি ক্লাবে ফুটবল খেলেছেন টুলটুল।

১৯৭০ সালে ইরানের তেহরানে বাংলাদেশ জাতীয় যুবদলের প্রতিনিধিত্ব করেন। ১৯৭৫ সালে কুয়েতে এশিয়ান যুব ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ যুব দলের পক্ষে তিনি খেলেছেন।

এদিকে ফুটবলপ্রাঙ্গনের আরেক সংগঠক ভিক্টোরিয়া ক্লাবের ফুটবল সম্পাদক একেএম নুরুজ্জামানের পিতা এমএ মতিন মষ্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

টুুলটুল ফুটবলার বাফুফে মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর