হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য ভিত্তিহীন: মাশরাফি
২২ জুন ২০২০ ১৮:০৪ | আপডেট: ২২ জুন ২০২০ ১৯:৩৫
সোমবার দুপুরে করোনা আক্রান্ত মাশরাফি বিন মুর্ত্তজার খবর নিতে গেলে তার এক ঘনিষ্ঠ সুত্র মারফত সারাবাংলা জানতে পারে, সকাল থেকে বিদায়ী অধিনায়কের বুকে হালকা ব্যথা হচ্ছে। সুত্রটি সেই কারণও ব্যখ্যা করেছেন- ‘যেহেতু ওর অ্যাজমা আছে তাই হয়ত।’ তিনি এও জানান, ‘উদ্ভুত পরিস্থিতিতে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হতে পারে।’ সারাবাংলায় এই খবর প্রচারের পর দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও তা প্রচারিত হয়। তবে একটি বেসরকারী টিভি চ্যানেল ভিন্ন খবর প্রচার করে।
তাদের ভাষ্যমতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নাকি জায়গা খালি নেই। তাই মাশরাফি ভর্তি হতে পারছেন না। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছেন মাশরাফি। এবং এই খবরে বিভ্রান্ত না হওয়ার আহবান তিনি জানিয়েছে।
এদিন বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লিখেছেন। এবং সেখানে তিনি এও দাবী করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ। এবং নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতে হতে পারে।
‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’
তবে সারাবাংলা আগেও বলেছে এখনো বলছে মাশরাফির শারিরীক অবস্থা গত দুদিনের চাইতে সামান্যতম হলেও অবনতি হয়েছে।