Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সশরীরে গিয়ে ত্রাণ নয়, আসছে বিসিবির সতর্কতা


২১ জুন ২০২০ ১৬:৪২

করোনাকালে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় দলের অনেক ক্রিকেটারই অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেউ ত্রাণ বিতরণ করেছেন, কেউ দিয়েছেন আর্থিক সহযোগিতা। তাতে বিসিবি আপত্তি করেনি। কিন্তু গতকালের ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। এক দিনে তিন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর এল। এর মধ্যে নাফিস ইকবাল সাবেক হলেও মাশরাফি বিন মুর্ত্তজা ও নাজমুল ইসলাম অপু জাতীয় দলের রাডারে আছেন। উদ্ভুত পরিস্থিতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ, করোনাকালে কোনো ক্রিকেটারই যেন সশরীরে গিয়ে ত্রাণ না দেন। তিনি অনুধাবন করছেন এই মর্মে একটি সতর্ককতামুলক গাইডলাইন ক্রিকেটারদের দেওয়ার সময়ও এসে গেছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস এদেশে সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা সশরীরে উপস্থিত থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা নাজমুল ইসলাম অপুও নিজ জেলা নারায়ণগঞ্জের মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এছাড়াও রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নারী দলের পেসার জাহানার আলম সশরীরে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তবে এর বাইরে আর কোনো ক্রিকেটার সশরীরে গিয়ে ত্রাণ দেননি। তবুও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনের প্রধান চিকিৎসক।

বিজ্ঞাপন

‘ক্রিকেটাররা অনেক বেশি সতর্ক। একমাত্র মাশরাফিই সশরীরে ত্রাণ বিতরণ করেছেন। তিনি বরেণ্য ক্রিকেট ব্যক্তিত্বের পাশাপাশি একজন জনপ্রতিনিধিও। তাই নিজ এলাকার সাধারণ মানুষকে মাঠে নেমে সাহায্য করেছেন। কিন্তু বর্তমান জাতীয় দলের আর কোনো ক্রিকেটারই সশরীরে ত্রাণ বিতরণ করেননি। তারা কারও না কারও মাধ্যমে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করে যাচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশিকা দেইনি। হয়তো এখন সময় এসেছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়ার। যেখানে বলা থাকবে, মানবিক কারণে অতি অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা সশরীরে গিয়ে নয়।’

রোববার (২১ জুন) সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।

তিন ক্রিকেটারের সংক্রমণের খবর ও বাংলাদেশের করোনার পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক দেবাশীষের একটিই পরামর্শ- অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হয়। ‘আমাদের পরামর্শ একটাই, অতি জরুরী ও দরকারি কাজ না থাকলে বাইরে বের হবেন না, ঘরে থাকুন। ঘরে থাকাই প্রথম ও শেষ কথা। অবস্থাটা ভাবুন একবার। অন্যসময় কোনো ক্রিকেটার অসুস্থ হলে আমরা ছুটে যাই। আত্মীয়-স্বজনরা সবাই যান হাসপাতালে। কিন্তু এখন তো সে সুযোগটাও নেই। কেউই যেতে পারছেন না। কারও হাসপাতালে যাওয়ার অবস্থাও নেই। এমন ছোয়াচেঁ ব্যাপারটা। সে কারণেই আমার মনে হয় চেষ্টা থাকা উচিৎ করোনা যাতে না হয়।’

দেবাশীষ চৌধুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিসিবি চিকিৎসক সশরীরে গিয়ে ত্রাণ নয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর