Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ পেছালে আইপিএলে খেলতে চান ওয়ার্নার


২১ জুন ২০২০ ১৬:০৩

মহামারি করোনারভাইরাসের কারণে ঝুলে গেছে ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। আর সেই সঙ্গে স্থগিত হয়ে আছে চলতি মৌসুমের আইপিএলের আসরও। মার্চ মাসে আইপিএল মাঠে গড়ানোর কথা থাকলেও ভারতে করোনা মহামারির কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আলোচনা চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে ওই সময়েই আয়োজিত হবে আইপিএল।

তবে অন্যদিকে ছককষতে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়াও, বিশ্বকাপ যদি এবারের মতো স্থগিত হয় তবে ওই সময়টাতে নিজেদের ঘরোয়া লিগ শুরু হবে। তবে ওই সময়ে নিজ দেশের ঘরোয়া লিগে নয় ডেভিড ওয়ার্নার অংশগ্রহণ করবেন আইপিএলে। এর আগে অজিদের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে তখন ঘরোয়া লিগ বাদ দিয়ে আইপিএলকেই প্রাধান্য দেবেন।

বিজ্ঞাপন

আইসিসি’র দফায় দফায় বৈঠক করেও বিশ্বকাপের ভাগ্য নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আর অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ভাগ্যটা তাই কুয়াশাচ্ছান্নই লাগছে সবার কাছে। আর এই সময়টাতে নিজেদের ৪ হাজার কোটি টাকার লোকসান ঘুচাতে আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশের বোর্ড প্রধান আর্ল এডিংসও সন্দিহান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তার কাছে অবাস্তবই ঠেকছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা ঝুলিয়ে রেখেছে এখনও।

এমন অবস্থায় অক্টোবর-নভেম্বরে যদি বিশ্বকাপ মাঠে না গড়ায় তবে এই সময়টাতে আইপিএল মাঠে গড়াক এমনতাই পছন্দ ওয়ার্নারের। সম্প্রতি ইন্ডিয়া টুডে কে ওয়ার্নার জানিয়েছেন, ‘যদি বিশ্বকাপ না হয়, সেই সূচির বদলে যদি আইপিএল হয়। তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমরা এখানে আইপিএল খেলতে আসবো।’

বিজ্ঞাপন

অবশ্য কেবল ওয়ার্নাররা চাইলেই হবে না, সেই সঙ্গে নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্রও থাকতে হবে তাদের সঙ্গে। করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়ায় এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। এ ব্যাপারে ওয়ার্নার জানান, ‘অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আমাদের অনুমতি দেয়, বলে যে ভারতে যেতে সমস্যা নেই। তাহলে অবশ্যই তখন খেলার জন্য আমার হাতটা উঁচুতেই থাকবে। কারণ দিন শেষে এই খেলাটাকেই আমরা ভালোবাসি।’

আইপিএলে খেলার ইচ্ছা থাকলেও সবার আগে নিজ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে ওয়ার্নারদের, এমনটাই জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল ডেভিড ওয়ার্নার বাতিলের সম্ভবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর