Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেডিয়ামে দর্শক ফেরানোর ঘোষণা ফ্রান্সের


২১ জুন ২০২০ ১৫:৩২

ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে সর্বপ্রথম লিগ বাতিল ঘোষণা করে ফ্রান্স। আর লিগ টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন হিসেবেও ঘোষণা দেয়। তবে এবারের মৌসুম বাতিল হলেও সামনের মৌসুম নিয়ে সুখবর দিয়েছে ফ্রান্স সরকার। ইউরোপের বাকি দেশগুলো যেখানে দর্শকহীন স্টেডিয়ামে লিগ চালিয়ে নিচ্ছে। আর এখানেই সুখবর ফ্রান্সের ফুটবলপ্রেমিদের। আগামি জুলাইয়ের ১১ তারিখ থেকে সেদেশের স্টেডিয়ামগুলোতে দর্শকরা ফিরতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে ইউরোপের বাকি লিগগুলোর মতো ফ্রান্সের লিগ ওয়ানও স্থগিত করা হয়। তবে করোনাভাইরাসের পরিস্থিতি আরও বেগতিক হওয়ায় লিগ বাতিল করে পিএসজিকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেয় লিগ ওয়ান কর্তৃপক্ষ। তবে এখন ইউরোপের টপ লিগগুলো আবারও মাঠে ফিরেছে। আর স্থগিত থাকা মৌসুমের বাকি ম্যাচগুলো বন্ধ দরজায় চলছে।

করোনা পরিস্থিতি উন্নতির পথে ইউরোপের দেশগুলোতে। আর তাই তো এতদিন কঠোরভাবে লকডাউন চললেও এখন তা আসতে আসতে শিথিল করা হচ্ছে। ফ্রান্সেও একই পথ অবলম্বন করা হচ্ছে। আর পরিস্থিতির উন্নতির পথে দেখে স্টেডিয়ামগুলোতে দর্শকদের প্রবেশাধিকার আবারও ফিরিয়ে দিচ্ছে। তবে সেখানে থাকছে কিছু বিধি নিষেধ। প্রথম ধাপে সর্বোচ্চ ৫ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। আগামি ২২ আগস্ট থেকে শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ানের নতুন মৌসুম।

তবে তার আগেই মাঠে বসে ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপের ফাইনাল দেখতে পারবেন দর্শকেরা। সঙ্গে মৌসুমের প্রাক প্রস্তুতির ম্যাচগুলোও তারা মাঠে বসে উপভোগের সুযোগ পাবেন।

ফ্রান্স সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য জুলাইয়ে আবারও মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপরেই তারা সিদ্ধান্ত নেবেন আগস্টের দ্বিতীয়ার্ধে আরও শিথিলতার দিকে তারা যাবেন কিনা।

ফরাসি লিগ ওয়ান ফ্রেঞ্চ লিগ ওয়ান স্টেডিয়ামে দর্শক ফিরছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর