আইসিসি’র চোখে ফিক্সিংয়ের ঘাঁটি ভারতে!
২১ জুন ২০২০ ১৩:৫২
পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ও দেশটির বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস একবার বলছিলেন, ফিক্সিং ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ক্রিকেটে। হয়তো আসলেই তাই! আইসিসির এত উদ্যোগ, শাস্তি ব্যবস্থার পরও থামানো যাচ্ছে না ম্যাচ ফিক্সিং। ক্রীড়া আইন ও নীতিসংক্রান্ত এক ক্লাসে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) এর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন বলেছেন, ম্যাচ ফিক্সিংয়ের অধিকাংশ অভিযোগই ভারত সংশ্লিষ্ট।
গত কয়েক বছরে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের ফিক্সিং কলঙ্ক বহু আলোচনা জন্ম দিয়েছে। কর্ণাটক প্রিমিয়ার লিগের ফিক্সিং পন্থা সবাইকে হতবাক করে দিয়েছে। রিচার্ডসন বলছেন জুয়াড়িদের নজর এখন ঘরোয়া ক্রিকেটের নিচু স্তরে। তিনি বলেন, ‘আমরা এখন ম্যাচ পাতানো নিয়ে ৫০টি ঘটনা তদন্ত করছি এবং অধিকাংশ অভিযোগই ভারত সংশ্লিষ্ট।’
ভারতের বেশ কয়েকজন জুয়াড়ির পরিচয় জানার কথাও বলেছেন রিচার্ডসন, ‘খেলোয়াড়েরা হলো এই চেইনের শেষ যোগসূত্র। আসল সমস্যা হলো যারা এই অপরাধের আয়োজক। যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছে। যারা খেলার বাইরে। আমি এখনই এমন আটজনের নাম ভারতের পরিচালনা সংস্থার কাছে দিতে পারি যারা নিয়মিত খেলোয়াড়দের এভাবে বিপথে টেনে নিচ্ছে।’
ভারতে ফিক্সিংকে ফৌজদারি আইনে অপরাধ ধরা হয় না। রিচার্ডসনের মতে, ফিক্সিং নিয়ন্ত্রণে আনতে ফৌজদারি আইনের প্রয়োগ প্রয়োজন। শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা প্রথম দেশ হিসেবে ম্যাচ পাতানোর আইন এনেছে। এ কারণে শ্রীলঙ্কার ক্রিকেট এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা আগ থেকেই সতর্ক। বর্তমানে ভারতে কোনো আইন নেই, ফলে ওরা (দুর্নীতি বিরোধী কমিটি) এক হাত বাঁধা অবস্থায় কাজ করছে।’