দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চাইলেন মাশরাফি
২০ জুন ২০২০ ১৯:৫৬ | আপডেট: ২০ জুন ২০২০ ১৯:৫৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির পারিবারিক সূত্র শনিবার (২০ জুন) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছে। এর কিছু সময় পর মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই বিষয়টি নিশ্চিত করেন আর সেই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা সারাবাংলাকে বলেন, ‘এখন ভালো আছেন তিনি। তেমন কোন সমস্যা হচ্ছে না। হালকা জ্বর আছে, তাছাড়া কোনো উপসর্গ নেই। ভাইয়া ঢাকার বাসাতেই আছেন। গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন মাশরাফি। শুক্রবার তার নমুনা পরীক্ষা করতে দিলে শনিবার ফল পাওয়া যায়। এতে দেখা যায় মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’
মাশরাফির করোনা পজিটিভের সংবাদ ছড়িয়ে পড়ার পর সতীর্থরা তার সুস্থতা কামনা করেন, এবং সকলের কাছে দোয়া চান। সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফির সঙ্গে নিজেদের ছবি পোস্ট করে সুস্থতার দোয়া করছেন ক্রিকেটাররা। অভিজ্ঞ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘দোয়া করি, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে তুলুন ম্যাশ ভাই।’ তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার মাশরাফির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শক্ত হও চ্যাম্প’।
টপ অর্ডারের অপর ব্যাটসম্যান লিটন কুমার দাস লিখেছেন, ‘দ্রুত সুস্থতার প্রার্থণা করছি।’ তাসকিন আহমেদ লিখেছেন, ‘ইনশাআল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে ভাই। মহান আল্লাহ হেফাজত করুক। সবাই মন থেকে দোয়া করবেন প্লিজ।’
তরুণ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে তুলুন।’ সাব্বির আহমেদ ‘দুঃখের’ ইমোটিকন ব্যবহার করে লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন। দয়া করে সবাই প্রিয় ম্যাশের জন্য দোয়া করুন।’ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনাভাইরাসে আক্রান্ত। ইনশাআল্লাহ আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।’
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থকর্মী না হয়েও সম্মুখভাগের যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি। শুরু থেকেই নড়াইলে ত্রাণ বিতরণ থেকে শুরু করে কৃষকদের হার্ভেস্টিং মেশিন কিনে দেওয়া ইত্যাদি প্রয়োজনীয় উদ্যোগ নেন মাশরাফি। করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা সেই মাশরাফি এবার করোনায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
করোনাভাইরাসে আক্রান্ত দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাশরাফি বিন মুর্ত্তজা