নাজমুল ইসলাম অপুও করোনা আক্রান্ত
২০ জুন ২০২০ ১৯:৪১ | আপডেট: ২০ জুন ২০২০ ২৩:০৬
একদিনে বাংলাদেশ ক্রিকেটের তিন তিনজন সদস্যের করোনায় আক্রান্তের খবর মিলল। সকালবেলা জানা গেল সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান নাফিস ইকবাল কারনায় আক্রান্ত, বিকেলে মাশরাফির দুঃসংবাদটি এল। আর সন্ধ্যায় মিলল জাতীয় দলের নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা নাজমুল ইসলাম অপুর আক্রান্তের খবর।
গেল কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না অপুর। ফলে অনেকটা সন্দেহের বশেই গত বুধবার নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিজের নমুনা দিয়ে আসেন। তিন দিন বাদে আজ জানতে পারেন তার শরীরে করোনার উপস্থিতি আছে।
অপুর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। জ্বর নেই তবে মাথাব্যথা, ঠান্ডা, শরীর ব্যথা ও কাশি আছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় অপু নিজেই সারাবাংলাকে তার আক্রান্তের খবর জানিয়েছেন।
তিনি জানান, ‘রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরের অবস্থা ভালো তবে শরীরে ব্যথা, মাথা ব্যাথা, কাশি ও ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তবে জ্বর নেই। গত বুধবার নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে ছিলাম। বাসাতেই আইসোলেশনে আছি। আমার জন্য দোয়া করবেন।’