মুশফিকের সহায়তায় বগুড়ায় করোনার নমুনা সংগ্রহের বুথ
২০ জুন ২০২০ ১৪:৪৬
করোনাভাইরাস এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন মুশফিকুর রহিম। সহানুভূতিশীল মনোভাব নিয়ে দাঁড়িয়েছেন অসহায় ও অসচ্ছলদের পাশে। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিলেন লাল সবুজের এই দেশ সেরা ব্যাটসম্যান। তার অর্থায়ানে বগুড়ায় করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের চারটি বুথ স্থাপন করা হয়েছে।
গত বুধবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই বুথগুলো উদ্বোধন করা হয়। চারটি বুথের তিনটি স্থাপন করা হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং অপরটি ঈদগাহ মাঠের পাশে।
মুশফিকের ঘনিষ্ঠ সুত্র শনিবার (২০ জুন) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছে।
তার দেওয়া তথ্যমতে, ‘নিলামে উঠা ব্যাট বিক্রির টাকা দিয়েই মুশফিক এই বুথগুলো স্থাপন করেছে।’
প্রসঙ্গত এই ব্যাট দিয়েই ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দেশের এবং নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। নিলামে ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬ লাখ টাকা। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদী যা কিনা ১৭ লাখ টাকায় কিনে নেন।
করোনাকালে অসহায়দের জন্য মুশির সহায়তার মিশন শুরু হয়েছিল গেল মার্চে। সে সময় দিয়েছিলেন নিজের বেতনের অর্ধেক। এরপর নিজ জেলা বগুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠিয়েছেন ২শ পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার। তার আগে স্থানীয় কাউন্সিলরের মারফত অসহায়দর মধ্যে দিয়েছেন আর্থিক সহায়তা। এখানেই শেষ নয়, ক্রিকেট বোর্ডের ৩০ নেট বোলারও তার সহযোগিতা পেয়েছেন। এখানেই শেষ নয়, লাল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটের সদস্যরাও মুশফিকের সহযোগিতার আওতায় এসেছেন।
করোনাভাইরাস টপ নিউজ দুঃস্থদের সাহায্য বগুড়ায় নমুনা সংগ্রহের বুথ মুশফিকুর রহিম