Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত নাফিস ইকবাল


২০ জুন ২০২০ ১৪:১৪

অদৃশ্য শত্রু করোনা যেন কাউকেই ছাড় দিতে চাইছে না! গোটা পৃথিবীর তাবৎ মানবগোষ্ঠীকেই নিজের শিকারে পরিণত করতে চাইছে! প্রাণঘাতী ভাইরাসটি এদেশে সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই ফেইসবুকে সচেতনতামুলক বার্তা দিয়েছেন তামিম ইকবাল। করোনাকালে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে সহযোগিতার হাত প্রসারিত করেছেন দেশের দুঃস্থ ও অসচ্ছলদের প্রতি যা এখনো চলমান। অথচ তারই বড় ভাই ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান নাফিস ইকবাল করোনায় আক্রান্ত।

বিজ্ঞাপন

তবে ভালো খবর হলো, আক্রান্ত হলেও শারিরীকভাবে তিনি সুস্থ আছেন। তেমন কোনো জটিলতা নেই।

শনিবার (২০ জুন) নাফিস ইকবালের ঘনিষ্ঠ এক সুত্র খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছে।

সুত্রটি জানিয়েছে, ‘নাফিস ভাই করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন।’

২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক নাফিস ইকবালের। ১১ টেস্টে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তার মোট রান ৫১৮। সবশেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। রঙিন পোষাকে ১৬ ম্যাচ খেলে ২ ফিফটিতে করেছেন ৩০৯ রান। সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

করোনায় আক্রান্ত নাফিস ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাবেক ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর