Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের হার কামনা কিকে সেতিয়েনের


২০ জুন ২০২০ ১৩:১০

১১ জুন লা লিগা মাঠে ফেরার পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রথম দুই ম্যাচে রিয়াল মায়োর্কা এবং লেগানেসের বিপক্ষে সহজে জয় পেলেও বাঁধার মুখে পড়েছে সেভিয়ার বিপক্ষে। গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিগ লিডারদের। আর এমন অবস্থানে এসে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদের সামনেও এসেছে লিগের শীর্ষে ওঠার সম্ভবনা।

তবে এখনই রিয়ালকে লিগ জয়ে এগিয়ে থাকা মানতে নারাজ বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। তাই তো তিনি জানালেন রিয়াল মাদ্রিদ নিজেদের বাকি থাকা সব ম্যাচ জিতবে না।

বিজ্ঞাপন

সেভিয়ার বিপক্ষে এক ড্র’তেই বার্সার লিগ জেতার সম্ভবনা শেষ হয়ে যায়নি বলেই মনে করছেন সেতিয়েন। লিগ জেতার সম্ভবনা তার দলেরই বেশি মনে করছেন কাতালান কোচ। শুক্রবার (১৯ জুন) ম্যাচ ড্র করে লিগ টেবিলে ৩০ ম্যাচে ২০ জয়, সমান ৫ ড্র এবং হারে ৬৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৮ জয়, ৮ ড্র এবং ৩ হারে রিয়ালের মোট পয়েন্ট ৬২।

অর্থাৎ সোমবার (২২ জুন) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি জিতলেই লা লিগার শীর্ষে উঠে আসবে জিনেদিন জিদানের দল। যদিও বার্সার সঙ্গে পয়েন্ট সমান হবে রিয়ালের। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার কারণেই লিগের শীর্ষ স্থানে বসবে রিয়াল। আর এতেই বার্সার লিগ জয়ের সম্ভবনা শেষ মনে করছেন না কিকে সেতিয়েন।

দলের এমন হতাশার পারফরম্যান্সের পর জেরার্ড পিকে একটু বেশিই যেন নারাজ। তাই তো পিকে জানালেন শিরোপা জয়ের লক্ষ্যে এই ড্র আমাদের অনেক প্রভাব ফেলবে।

পিকের এমন কথা শুনেছেন সেতিয়েনই। আর তাই তো তিনি প্রতিউত্তরে জানালেন, ‘এটা আসলে হতাশার। যখন আমরা প্রথমার্ধ এত দুর্দান্ত খেলেছি। এখন হয়তো সবকিছু ঠিক মনে হচ্ছে না কিন্তু আমি জানি সবাই আগামিকাল আবারও সবকিছু স্বাভাবিকভাবে চিন্তা করবে।’

বিজ্ঞাপন

সেতিয়েন আরও বলেন, ‘আমি মনে করি না রিয়াল মাদ্রিদও তাদের বাকি থাকা সবগুলো ম্যাচ জিতবে। আসলে বাস্তবতা কারো উপর নির্ভর করে না। এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা আগে থেকেই জানতাম লিগ জেতাটা অনেক কঠিন হয়ে যাবে। যদিও আমি আমার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না। কারণ আমরা এক পয়েন্ট পেয়েছি এই ম্যাচ থেকে। যেখানে আমাদের আরও দুই পয়েন্ট ছিনিয়ে নেওয়া উচিৎ ছিল।’

কিকে সেতিয়েন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারাবে সেভিয়া স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর